নজর ফুটবলে

ক্রেতাদের সঙ্গে সেতু তৈরিতে ফুটবলে নজর কপোর্রেটের। রিলায়্যান্স, টাটা গোষ্ঠী, আরপিজি গোষ্ঠী-সহ বিভিন্ন কপোর্রেট সংস্থার পথে এ বার হাঁটছে এলজি ইলেকট্রনিক্স। ফুটবল-পাগল পশ্চিমবঙ্গে বিপণনের অন্যতম হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে অনুর্ধ ১৯ ফুটবল টুর্নামেন্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৬ ০২:৫৯
Share:

ক্রেতাদের সঙ্গে সেতু তৈরিতে ফুটবলে নজর কপোর্রেটের। রিলায়্যান্স, টাটা গোষ্ঠী, আরপিজি গোষ্ঠী-সহ বিভিন্ন কপোর্রেট সংস্থার পথে এ বার হাঁটছে এলজি ইলেকট্রনিক্স। ফুটবল-পাগল পশ্চিমবঙ্গে বিপণনের অন্যতম হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে অনুর্ধ ১৯ ফুটবল টুর্নামেন্ট। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই মাঠে পা রেখেছে সংস্থা। সংস্থার মুখ্য বিপণন কর্তা নীলাদ্রি দত্তের দাবি, ফুটবলের মাধ্যমে এ রাজ্যের মানুষের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করা যাবে। বিপণনের নতুন রোডম্যাপ মেনে আঞ্চলিক স্তরে জনপ্রিয় খেলার উপর জোর দিচ্ছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement