পিএফের ১৫% শেয়ারে লগ্নির সিদ্ধান্ত পিছোল

কর্মী প্রভিডেন্ট ফান্ডের তহবিলের ১৫ শতাংশ শেয়ার বাজারে খাটানোর সিদ্ধান্ত আপাতত পিছিয়ে দেওয়া হল।কর্মী প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) সংগঠনের অছি পরিষদ বৃহস্পতিবার জানিয়েছে, ২০১৭-’১৮ অর্থবর্ষে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফে লগ্নি এখনকার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত এখনই কার্যকর হচ্ছে না।

Advertisement

নয়াদিল্লি

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ০২:৫৮
Share:

কর্মী প্রভিডেন্ট ফান্ডের তহবিলের ১৫ শতাংশ শেয়ার বাজারে খাটানোর সিদ্ধান্ত আপাতত পিছিয়ে দেওয়া হল।

Advertisement

কর্মী প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) সংগঠনের অছি পরিষদ বৃহস্পতিবার জানিয়েছে, ২০১৭-’১৮ অর্থবর্ষে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফে লগ্নি এখনকার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত এখনই কার্যকর হচ্ছে না। উল্লেখ্য ইটিএফের টাকা মূলত লগ্নি করা হয় শেয়ার বাজারে।

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় জানান, শেয়ারে লগ্নির সীমা বাড়ানো নিয়ে অছি পরিষদের বৈঠকে আলোচনা হয়নি। প্রসঙ্গত, গত ২০১৫ সালের অগস্টে ১ লক্ষ কোটি টাকার মতো লগ্নিযোগ্য তহবিলের ৫ শতাংশ বছরে শেয়ার বাজারে খাটানোর সিদ্ধান্ত নেন পিএফ কর্তৃপক্ষ। ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইটিএফে লগ্নি করা হয়েছে ১৮,০৬৯ কোটি টাকা, যার উপর আয় ১৮.১৩ শতাংশে দাঁড়িয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন