মায়ানমারে বাণিজ্য-দল

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে আলোচনা চালাতে আগামী সপ্তাহে মায়ানমারে যাচ্ছে পশ্চিমবঙ্গ ও ওড়িশার বাণিজ্য প্রতিনিধিদল।

Advertisement
শেষ আপডেট: ১৩ মে ২০১৬ ০৩:১২
Share:

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে আলোচনা চালাতে আগামী সপ্তাহে মায়ানমারে যাচ্ছে পশ্চিমবঙ্গ ও ওড়িশার বাণিজ্য প্রতিনিধিদল। বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট অম্বরীশ দাশগুপ্তের নেতৃত্বে ওই দলে দুই রাজ্য থেকে থাকছেন ১২ জন। অম্বরীশবাবু জানান, স্বাধীনতার আগে থেকেই বাণিজ্য ক্ষেত্রে মায়ানমারের গুরুত্বপূর্ণ সহযোগী ভারত। আগামী দিনে পরস্পরের মধ্যে ব্যবসা আরও বাড়ার সম্ভাবনা। তারই খুঁটিনাটি খতিয়ে দেখতে এই সফর। সেখানে বিভিন্ন বণিকসভা ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement