কলকাতা-লখনউ সরাসরি উড়ান

কলকাতা থেকে এই প্রথম শুরু হল সরাসরি লখনউয়ের উড়ান। ১ জুন থেকে এই উড়ান চালু করেছে ইন্ডিগো। এত দিন কলকাতা থেকে লখনউ বিমান গেলেও তা পটনা ঘুরে যেত। সরাসরি উড়ান ছিল না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ০৩:১২
Share:

কলকাতা থেকে এই প্রথম শুরু হল সরাসরি লখনউয়ের উড়ান। ১ জুন থেকে এই উড়ান চালু করেছে ইন্ডিগো। এত দিন কলকাতা থেকে লখনউ বিমান গেলেও তা পটনা ঘুরে যেত। সরাসরি উড়ান ছিল না।

Advertisement

বিমান সংস্থা সূত্রে খবর, প্রতিদিন রাত দশটায় লখনউ থেকে ইন্ডিগোর বিমান ছেড়ে কলকাতায় নামবে পৌনে বারোটায়। রাতে বিমানটি এখানেই থেকে যাবে। তার আগে রাত ১১টা ২৫ মিনিটে কলকাতা থেকে অন্য একটি বিমান লখনউ পৌঁছবে ১টার পরে।

কলকাতা থেকে এখন সবচেয়ে বেশি উড়ান ইন্ডিগোরই। মাঝরাতেও ঘরোয়া রুটে উড়ান চালাচ্ছে তারা। সংস্থার দাবি, এত দিন কলকাতা থেকে তাদের ১১টি উড়ান যাতায়াত করত দিল্লিতে। ১ জুন থেকে নিয়মিত যাবে আরও দু’টি। যার একটি ছাড়বে রাত ২টোয়। জুনেই কলকাতা-চেন্নাই আরও একটি উড়ান এনেছে ইন্ডিগো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement