Reforming GST

জিএসটির ঘিরে মতামত

এই বিষয়ে গঠিত মন্ত্রিগোষ্ঠীর সুপারিশ গত ডিসেম্বরে জিএসটি পরিষদে জমা পড়ার কথা ছিল। সে ক্ষেত্রে বাজেটের আগে একটা রূপরেখা বোঝা যেত। কিন্তু তা হয়নি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৮
Share:

—প্রতীকী চিত্র।

পুরনো পরোক্ষ কর ব্যবস্থা বদলে জিএসটি চালু হয়েছে সাড়ে সাত বছর আগে। এ বার এই কর কাঠামোর সংস্কার এবং কোনও কোনও ক্ষেত্রে করের হার আরও কমা অত্যাবশ্যক হয়ে পড়েছে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থসচিব তুহিনকান্ত পাণ্ডে। উল্লেখ্য, এই বিষয়ে গঠিত মন্ত্রিগোষ্ঠীর সুপারিশ গত ডিসেম্বরে জিএসটি পরিষদে জমা পড়ার কথা ছিল। সে ক্ষেত্রে বাজেটের আগে একটা রূপরেখা বোঝা যেত। কিন্তু তা হয়নি।

আজ পাণ্ডে বলেন, ‘‘করের কাঠামো আরও যুক্তিযুক্ত হওয়া প্রয়োজন। সকলেই তা মনে করছেন। কিন্তু তার রূপ কী হবে, করের হারই বা কেমন হতে পারে, তা মন্ত্রিগোষ্ঠী নিজেদের মধ্যে আলোচনা করবে। পরিষদেও রাজ্যগুলির সঙ্গে আরও আলোচনা প্রয়োজন।’’ অনেকের বক্তব্য, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাদ্য বা জাঙ্কফুড-সহ কয়েকটি পণ্যের উপরে আরও চড়া হারে কর চাপানোর ভাবনাচিন্তা চলছে বিভিন্ন মহলে। সে ক্ষেত্রে করের স্তর কমার বদলে বেড়েও যেতে পারে। ফলে মন্ত্রিগোষ্ঠীর সুপারিশ ঘিরে আগ্রহ তৈরি হচ্ছে।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন