জোড়া ফলায় বিদ্ধ বাজার

এক দিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়। অন্য দিকে ভারতে ৫০০, ১,০০০ টাকার নোট বাতিলের ঘোষণা। এই সাঁড়াশি চাপে বুধবার দিনভর উত্তাল শেয়ার বাজার। এবং তা এতটাই যে, দিনে ১,১৫১ অঙ্কেরও বেশি ওঠা-নামা করল সেনসেক্স। পেন্ডুলামের মতো দুলল নিফ্‌টিও।

Advertisement

প্রজ্ঞানন্দ চৌধুরী

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৬ ০৩:১৪
Share:

মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের জয়

এক দিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়। অন্য দিকে ভারতে ৫০০, ১,০০০ টাকার নোট বাতিলের ঘোষণা। এই সাঁড়াশি চাপে বুধবার দিনভর উত্তাল শেয়ার বাজার। এবং তা এতটাই যে, দিনে ১,১৫১ অঙ্কেরও বেশি ওঠা-নামা করল সেনসেক্স। পেন্ডুলামের মতো দুলল নিফ্‌টিও।

Advertisement

বাজার খোলার আগেই ট্রাম্পের এগিয়ে থাকার খবর এসে যায়। ফলে লেনদেনের শুরুতেই সেনসেক্স ১,৬৮৯ পয়েন্ট পড়ে যায়। গত ১৫ মাসে একদিনে এত বেশি পড়েনি সূচক। পরে অবশ্য পড়তি বাজারে শেয়ার কেনার জেরে থিতু হয় ২৭,২৫২.৫৩ অঙ্কে। যা আগের দিনের থেকে ৩৩৮.৬১ পয়েন্ট নীচে। নিফ্‌টি-ও ১১১.৫৫ পয়েন্ট পড়ে থামে ৮,৪৩২ অঙ্কে।

এ দিন শেয়ার বাজারের দ্রুত ওঠা-পড়া মূলত লগ্নিকারীদের মধ্যে ছড়ানো আতঙ্কেরই ফল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যার অন্যতম কারণ ভারতের মতো দেশ থেকে ‘আউটসোর্সিং’-এর তীব্র বিরোধী ট্রাম্পের হাতে মার্কিন প্রশাসনের রাশ যাওয়া। ভবিষ্যতে তা এ দেশের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির পক্ষে লাভ বজায় রেখে ব্যবসা করার পথে বাধা হতে পারে বলে মনে করছেন অনেকে। যে-কারণে এ দিন দর পড়েছে টিসিএস, ইনফোসিস, উইপ্রো, টেক মহীন্দ্রার মতো তথ্যপ্রযুক্তি সংস্থার। একই আশঙ্কায় পড়েছে এশিয়ার অন্যান্য বাজারও।

Advertisement

দেশে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল

ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি কমল পারেখ অবশ্য বলছেন, ‘‘এই ধাক্কা সূচক শীঘ্রই সামলে উঠবে। কারণ, ট্রাম্পের পক্ষে ভারতের এই বিশাল বাজার উপেক্ষা করা সম্ভব নয়।’’

বিএনকে ক্যাপিটাল মার্কেটসের এমডি অজিত খান্ডেলওয়ালেরও দাবি, ‘‘অনিশ্চয়তা কিছু দিন থাকবে। তবে বড় মাপের পতন আসার সম্ভাবনা আছে বলে মনে হয় না।’’

অন্য দিকে, দেশে বড় নোট তুলে নেওয়ার জেরে মার খেয়েছে ডিএলএফ, এইচডিআইএল, ইউনিটেকের মতো আবাসন সংস্থা। এর কারণ, আচমকা নগদের জোগানে টান পড়া। যা আগামী দিনে তাদের বিক্রিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা। মার খেয়েছে ত্রিভুবনদাস ভীমজি জাভেরি, পিসি জুয়েলার বা গীতাঞ্জলি জেমসের মতো গয়না সংস্থার শেয়ার দরও। ক্রেতার হাতে নগদ আসার সুযোগ হঠাৎ কমায় তাদের ব্যবসা ধাক্কা খেতে পারে ভেবে প্রমাদ গুনছে তারা।

তবে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর এস কে কৌশিক বলেন, ‘‘সরকারের সিদ্ধান্তে সাময়িক ভাবে বাজারে অনিশ্চয়তা জন্ম নিলেও শীঘ্রই সূচক উঠবে।’’ ঘুরে দাঁড়ানোর সেই ইঙ্গিত এ দিন মিলেওছে। লেনদেনের শুরুতে হু হু করে দর পড়তে থাকায় অনেকেই শেয়ার কিনতে নেমে পড়েন। যার জেরে বাজার বন্ধের সময়ে সূচকও পতন কিছুটা কাটিয়ে ওঠে।

দিনভর

প্রথম ধাক্কায় সেনসেক্সে ধস ১,৬৮৯ পয়েন্ট, নিফ্‌টিতে ৫৪১

আবাসন সংস্থার শেয়ার দর পড়েছে ১৭.৫% পর্যন্ত

গয়না সংস্থার ১৪% পর্যন্ত

৫% পর্যন্ত তথ্যপ্রযুক্তি সংস্থারও

এক দিনে মুছেছে লগ্নিকারীদের ১.৭৫ লক্ষ কোটির সম্পদ

ডলারে টাকা ৩১ পয়সা পড়লেও পরে বাড়ল ১৯ পয়সা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন