—প্রতীকী চিত্র।
মোদী সরকারের করা জিডিপি-র হিসাবে গরমিল রয়েছে জানিয়ে তোপ দাগলেন বিরোধীরা। বৃহস্পতিবার এক্স-এ কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের দাবি, এই হিসাব ‘লোক ঠকানো’। চলতি অর্থবর্ষের পূর্বাভাস দিতে গিয়ে তারা জিনিসপত্রের দামে বদলের যে মাপকাঠি ধরেছে, তা খুবই কম। যে কারণে জিডিপি বৃদ্ধির হার দেখাচ্ছে বেশি, যা আদতে ঠিক নয়। উল্লেখ্য, কেন্দ্রের হিসাবে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৭.৪% এবং মূল্যবৃদ্ধি-সহ ৮%। এই দু’য়ের এত কম ফারাক নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদদের একাংশও।
দেশে লগ্নির খরা নিয়েও কেন্দ্রকে দুষেছেন রমেশ। বেসরকারি সংস্থাগুলি লগ্নির বদলে শেয়ারমূল্য বাড়াতে বেশি আগ্রহী বলে কটাক্ষ করে তাঁর অভিযোগ, শিল্প মহল আসলে ‘ভয়, লোক ঠকানো এবং হুমকির’ পরিবেশে বাস করছে। মোদী জমানায় উদ্ভাবনী ক্ষমতার বদলে সরকারের পছন্দের লোকের উন্নতির নীতিও বৃদ্ধিকে মাথা তুলতে উৎসাহ দিচ্ছে না। রমেশ বলেন, ‘‘দামের বদল কম করে দেখানো মোদী সরকারের কাছে আনন্দের বিষয় হতে পারে। কিন্তু আসলে তা আয় না বাড়ায় ক্রেতার চাহিদায় ধাক্কার প্রতিফলন।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে