EICMA

প্যাকেজিং নীতির দাবি

সংগঠনের সভাপতি অচ্যুত চন্দ্র বলেন, রাজ্যে এই বাক্স তৈরির ৫০০টি কারখানা রয়েছে। বাজার ২০,০০০ কোটি টাকার। সারা দেশে কারখানা ৫০০০টি। মোট প্যাকেজিংয়ের ২০% এই শিল্পের দখলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ ০৬:৪৬
Share:

১০০০ কোটি টাকার বেশি লগ্নির পথ খুলবে। ফাইল চিত্র।

রাজ্যে প্যাকেজিং নীতি চালুর দাবি জানাল ইস্টার্ন ইন্ডিয়া করোগেটেড বক্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি, নীতি চালু হলে করোগেটেড বাক্স তৈরির কারখানা দ্বিগুণ বাড়বে। ১০০০ কোটি টাকার বেশি লগ্নির পথ খুলবে। তৈরি হবে আরও ১০,০০০ কাজের সুযোগ।

Advertisement

সংগঠনের সভাপতি অচ্যুত চন্দ্র বলেন, রাজ্যে এই বাক্স তৈরির ৫০০টি কারখানা রয়েছে। বাজার ২০,০০০ কোটি টাকার। সারা দেশে কারখানা ৫০০০টি। মোট প্যাকেজিংয়ের ২০% এই শিল্পের দখলে। সবগুলিই ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থা। চা, হোসিয়ারি পণ্য, বিস্কুট, ওষুধ, ভোজ্য তেল মোড়কবন্দি করতে করোগেটেড বাক্স লাগে। ই-কমার্সের হাত ধরে ব্যবহার বাড়ছে। তাঁর দাবি, প্যাকেজিং নীতি এলে রাজ্যে আরও দ্রুত প্রসার সম্ভব।

ফেডারেশন অব করোগেটেড বক্স ম্যানুফ্যাকচারার্স অব ইন্ডিয়ার সভাপতি মিলন দে বলেন, ‘‘রাজ্যে উপযুক্ত প্যাকেজিংয়ের অভাবে বছরে প্রচুর আনাজ এবং ফল নষ্ট হয়। নীতি চালু করে তা আটকানো যাবে। সেই বাজার ধরতে বাড়বে করোগেটেড বাক্স তৈরির সংস্থা।’’ সংগঠনের কর্তাদের বক্তব্য, হিমাচল প্রদেশে প্যাকেজিং নীতি চালু হওয়ায় শুধু আপেল মোড়কবন্দি করতেই বছরে ১ লক্ষ টন করোগেটেড বাক্স ব্যবহার হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement