Business News

কমতে পারে এসি রেস্তোরাঁর বিল

শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার উপর এখন ১৮ শতাংশ কর দিতে হয়। অথচ নন-এসি রেস্তোরাঁ হলে গ্রাহককে ১২ শতাংশ কর দিতে হয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৭ ১৩:১১
Share:

ছবি: সংগৃহীত।

রেস্তোরাঁয় যাতায়াত আরও সুখের হতে পারে। কমতে পারে এসি রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার খরচ। এমনটাই প্রস্তাব দিয়েছে জিএসটি কাউন্সিল। কাউন্সিলের সেই প্রস্তাবে সায় মিললে তবে তা বাস্তবে সম্ভব হবে।

Advertisement

শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার উপর এখন ১৮ শতাংশ কর দিতে হয়। অথচ নন-এসি রেস্তোরাঁ হলে গ্রাহককে ১২ শতাংশ কর দিতে হয়। জিএসটি কাউন্সিলের প্রস্তাব, এসি রেস্তোরাঁর কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হোক। এতে এসি বা নন-এসি রেস্তোরাঁর করের ফারাক মিটে যাবে। তবে পাঁচতারা হোটেলের রেস্তোরাঁর বিলে এখনও ১৮ শতাংশ কর দিতে হবে গ্রাহকদের। তা নিয়ে কোনও প্রস্তাব রাখা হয়নি।

আরও পড়ুন

Advertisement

জিএসটি-র জেরে টান রাজকোষে

গাড়ি থেকে নামিয়ে ছ’টি গুলি, হরিয়ানায় খুন ২২ বছরের গায়িকা

উনিশ বছরে একশো কোটিরও বেশি টাকার মালিক স্কুলপড়ুয়া অক্ষয়!

তা ছাড়া, রেস্তোরাঁগুলি যে ইনপুট ট্যাক্স ক্রেডিট-এর সুবিধা পায় তা-ও তুলে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। গ্রাহকদের দীর্ঘ দিনের অভিযোগ, জিএসটি চালু হওয়ার পর ইনপুট ট্যাক্স ক্রেডিট-এর আওতায় রেস্তোরাঁগুলি বিভিন্ন সরবরাহকারীদের কাছ থেকে প্রচুর কর ছাড় পান। তা সত্ত্বেও সেই মুনাফার ফল পাচ্ছেন না গ্রাহকেরা। কমছে না খাবারের বিল। নতুন প্রস্তাব কার্যকরী হলে এমনটা হবে না বলেই ধারণা গ্রাহকদের।

জিএসটি কাউন্সিলের এক সদস্য বলেন, “এসি এবং নন-এসি রেস্তোরাঁয় বিলের ফারাক মিললে অনেক ধোঁয়াশাও কেটে যাবে।”

গোটা বিষয়ে আগামী ২৯ অক্টোবর জিএসটি প্যানেলের সদস্যরা এক বৈঠক করবেন। সেখানেই এ বিষয়ে সবিস্তার আলোচনা হবে। তবে এ বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। আগামী ৯ নভেম্বর গুয়াহাটিতে জিএসটি কাউন্সিলের এক বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন