উদ্বেগেই বজ্রপাত বাজারে, টাকাতেও 

অর্থনীতির আকাশে মন্দা ঘনাচ্ছে বলে তোপ দাগছেন বিরোধীরা। তবু সঙ্কটের কথা কবুল করেনি সরকার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২৭
Share:

প্রতীকী ছবি।

অর্থনীতির স্বাস্থ্য যে খারাপ হচ্ছে, তা তুলে ধরছে বিভিন্ন পরিসংখ্যান। আর যত তা স্পষ্ট হচ্ছে, ততই যেন ভোঁতা হচ্ছে অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্র ঘোষিত পদক্ষেপগুলির ধার। যার ফলে মঙ্গলবার ৭৬৯.৮৮ পয়েন্ট পড়ল সেনসেক্স। নিফ্‌টি পড়ল ২২৫.৩৫ অঙ্ক। ডলারের সাপেক্ষে ন’মাসের তলানিতে নামল টাকার দাম। ৯৭ পয়সা উঠে ডলার হল ৭২.৩৯ টাকা।

Advertisement

অর্থনীতির আকাশে মন্দা ঘনাচ্ছে বলে তোপ দাগছেন বিরোধীরা। তবু সঙ্কটের কথা কবুল করেনি সরকার। তবে দফায় দফায় গাড়ি, ব্যাঙ্ক-সহ বিভিন্ন শিল্পকে চাঙ্গার পদক্ষেপ করে অর্থমন্ত্রী বুঝিয়ে দিচ্ছেন অবস্থা বেগতিক। আশ্বাস দিচ্ছেন সব সমস্যা সমাধানেরও। তবু শনি, রবির পর সোমবার গণেশ চতুর্থীর ছুটি কাটিয়ে মঙ্গলবার বাজার খুললেই যে সূচক পড়বে, তা মোটামুটি নিশ্চিত হয়েছিল গত শুক্রবারই। যে দিন জানা গেল জুন ত্রৈমাসিকে বৃদ্ধি নেমেছে ৫ শতাংশে। সোমবার তাতে ঘৃতাহুতি দেয় আট পরিকাঠামোয় আরও শ্লথ বৃদ্ধি (২.১)।

বিশেষজ্ঞদের দাবি, অর্থনীতি বড় চ্যালেঞ্জের মুখে। ঘরে চাহিদার অভাব, বাইরে চিন-মার্কিন শুল্ক যুদ্ধ। তবে দেকো সিকিউরিটিজের কর্তা অজিত দের মন্তব্য, ‘‘শুধু ভারত নয়, পুরো বিশ্বই ভুগছে আর্থিক অনটনে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন