শিল্পপতি অনিল অম্বানীর ছেলে জয় আনমোল অম্বানী। ছবি: সংগৃহীত।
ব্যাঙ্কের ঋণ জালিয়াতির তদন্তে শিল্পপতি অনিল অম্বানীর ছেলে জয় আনমোল অম্বানীকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তা আজও চলল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, বেআইনি আর্থিক লেনদেন বিরোধী আইনে তাঁর বয়ান নথিভুক্ত করা হয়েছে। অনিলের রিলায়্যান্স গোষ্ঠী এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।
২০১৭ সালের ৩১ মার্চ ইয়েস ব্যাঙ্কে রিলায়্যান্স হোম ফিনান্স এবং রিলায়্যান্স কমার্শিয়াল ফিনান্সের ঋণের পরিমাণ ছিল প্রায় ৬০০০ কোটি টাকা। এর মাত্র এক বছরের মধ্যে সেই ঋণের অঙ্ক দ্বিগুণের বেশি বেড়ে ১৩,০০০ কোটি টাকায় পৌঁছে যায়। পরে এর একটা বড় অংশ অনুৎপাদক সম্পদে (এনপিএ) পরিণত হয়েছিল। ব্যাঙ্কটির ক্ষতি হয়েছিল ৩৩০০ কোটি টাকা। অতীতে এই ঘটনার তদন্তে বেসরকারি ব্যাঙ্কটির অন্যতম প্রতিষ্ঠাতা রাণা কপূরকে জেরা করেছিল ইডি। ঋণ জালিয়াতির এক ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অনিলকেও। এ বার তদন্তের আওতায় চলে এলেন তাঁর ছেলে আনমোলও। এর আগে তাঁর ঠিকানায় তল্লাশিও চলেছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে