আয়কর হানা বডোদরার সংস্থায়

ব্যাঙ্ক প্রতারণার দায়ে অভিযুক্ত ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারের (ডিপিআইএল) বিভিন্ন কারখানা, অফিস ও বাড়িতে মঙ্গলবার হানা দিল আয়কর দফতর। তল্লাশি চালানো হয় মোট ১৭টি জায়গায়। পাশাপাশি, সংস্থার কর্ণধারদের আগাম জামিনের আবেদন নাকচ করে দিয়েছে বিশেষ সিবিআই আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৮ ০৩:১১
Share:

ব্যাঙ্ক প্রতারণার দায়ে অভিযুক্ত ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারের (ডিপিআইএল) বিভিন্ন কারখানা, অফিস ও বাড়িতে মঙ্গলবার হানা দিল আয়কর দফতর। তল্লাশি চালানো হয় মোট ১৭টি জায়গায়। পাশাপাশি, সংস্থার কর্ণধারদের আগাম জামিনের আবেদন নাকচ করে দিয়েছে বিশেষ সিবিআই আদালত।

Advertisement

প্রসঙ্গত, বিরোধী কংগ্রেসের পক্ষ থেকে শনিবারই অভিযোগ আনা হয়, সংস্থাটি বিজেপি তথা নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ। সংস্থার অন্যতম ডিরেক্টর অমিত ভাটনগরের সঙ্গে মোদীর ছবিও প্রকাশ করে তারা।

বৈদ্যুতিক কেব্‌ল ও যন্ত্রপাতি তৈরির সংস্থা বডোদরা ভিত্তিক ডিপিআইএল ২০০৮ সালে ১১টি ব্যাঙ্কের জোটের কাছে বেআইনি ভাবে ঋণ নিয়েছিল বলে অভিযোগ। ২০১৬-র ২৯ জুন পর্যন্ত হিসেবে বকেয়া ২,৬৫৪.৪০ কোটি টাকা।

Advertisement

প্রতারণার অভিযোগে সিবিআই ডিপিআইএলের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার পরে আগাম জামিনের আবেদন করেন প্রোমোটার সুরেশ ভাটনগর এবং তাঁর দুই ছেলে ও সংস্থার ডিরেক্টর অমিত ভাটনগর, সুমিত ভাটনগর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement