মাল্যের ১৪১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

বিজয় মাল্য ও তাঁর সংস্থা ইউবি লিমিটেডের ১৪১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আইডিবিআই ব্যাঙ্কের কাছে নেওয়া প্রায় ৯০০ কোটি টাকার ঋণ বকেয়া সংক্রান্ত মামলায় এই পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি-র অফিসারের সূত্রের খবর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুন ২০১৬ ০৮:২৩
Share:

বিজয় মাল্য ও তাঁর সংস্থা ইউবি লিমিটেডের ১৪১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আইডিবিআই ব্যাঙ্কের কাছে নেওয়া প্রায় ৯০০ কোটি টাকার ঋণ বকেয়া সংক্রান্ত মামলায় এই পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি-র অফিসারের সূত্রের খবর।

Advertisement

কালো টাকা প্রতিরোধ আইনের আওতায় বাজেয়াপ্ত করা ওই সব সম্পত্তির তালিকায় রয়েছে:

৩৪ কোটি টাকার ব্যাঙ্ক জমা l বেঙ্গালুরু ও মুম্বইয়ে একটি করে ফ্ল্যাট (২২৯১ ও ১৩০০ বর্গ ফুটের)
চেন্নাইয়ে শিল্পের জন্য জমি ( ৪.৫ একর • কুর্গ-এ কফি চাষের জমি (২৮.৭৫ একর)

Advertisement

বেঙ্গালুরুতে ইউবি সিটি ও কিংগ্‌ফিশার টাওয়ারে আবাসন ও বাণিজ্য কেন্দ্র (৮৪, ০২৭৯ বর্গ ফুট)

ইডি এক বিবৃতিতে জানিয়েছে, বেশ বিছু সম্পত্তি বেচে দেওয়ার চেষ্টা শুরু করেন বিভিন্ন ব্যাঙ্কের কাছে ৯০০০ কোটি টাকার ব্যাঙ্কঋণ বাকি রাখার দায়ে অভিযুক্ত মাল্য। তবে মাল্য তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার বিরুদ্ধে ১৮০ দিনের মধ্যে কালো টাকা প্রতিরোধ আইনের আওতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আর্জি জানাতে পারবেন। ইডি সূত্রের খবর, কিংগ্ফিশারকে আইডিবিআই ব্যাঙ্ক ২০০৯ সালে তড়িঘড়ি ঋণ দেয়। এর পিছনে ফৌজদারি চক্রান্তের গন্ধও পেয়েছে ইডি। অভিযোগ, ওই ঋণ পেতে মাল্য ঘুষ দিয়েছিলেন। মোট ৯০০ কোটি টাকার ঋণের মধ্যে ৪২৩ কোটি টাকা ইতিমধ্যেই বিদেশে ‘পাচার’ করা হয়েছে বলে ইডি-র অভিযোগ। লিজ নেওয়া বিমানের ভাড়া বাবদ তা পাঠানোর কথা বলা হলেও, সে ব্যাপারে কোনও নথিপত্র দাখিল করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement