১২টি দেশ থেকে তথ্য চাইবে ইডি

থমকে যেতে পারে ঋণ, ভয় শিল্পের

শিল্পমহলের মতে, এমন সময়ে এ ধরনের প্রতারণা সামনে এসেছে, যখন শিল্পের চাকায় সবে গতি ফেরার আভাস মিলেছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি ও মুম্বই শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০২:২৯
Share:

বন্ধ: ব্র্যাডি হাউস শাখা সিল করছে সিবিআই। গত সপ্তাহে। —ফাইল চিত্র।

পিএনবিতে ১১,৪০০ কোটি টাকার কেলেঙ্কারির তদন্তে জোরকদমে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পাশাপাশি, পিএনবি-কাণ্ডের মূল অভিযুক্ত নীরব মোদী, মেহুল চোক্সীর সম্পদের খোঁজে এক ডজনেরও বেশি দেশ থেকে তথ্য তলব করার সিদ্ধান্ত নিয়েছে ইডি। লক্ষ্য ব্যাঙ্কের উধাও হওয়া টাকা উদ্ধার করা। তবে এ ধরনের ব্যাঙ্ক কেলেঙ্কারির ঘটনায় ভবিষ্যতে শিল্পে ঋণ থমকে যেতে পারে বলে আশঙ্কা জানাল বিভিন্ন বণিকসভা।

Advertisement

শিল্পমহলের মতে, এমন সময়ে এ ধরনের প্রতারণা সামনে এসেছে, যখন শিল্পের চাকায় সবে গতি ফেরার আভাস মিলেছে। সিআইআইয়ের দাবি, এ ধরনের কেলেঙ্কারিতে রাশ টানতে দ্বিমুখী কৌশল নিক কেন্দ্র। প্রথমত, ধাপে ধাপে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অংশীদারি ৩৩ শতাংশে নামিয়ে আনুক তারা। দ্বিতীয়ত, কড়া হোক ঋণ বণ্টনে নজরদারি ব্যবস্থা। একই দাবি জানিয়ে অ্যাসোচ্যাম বলেছে, ব্যাঙ্ক অফিসাররা সৎ থাকছেন কি না, সেটিও নজরে রাখতে হবে। অন্য দিকে, এ ধরনের প্রতারক অফিসারদের হাত থেকে বাঁচতে এই খাতে বিমার অঙ্ক বাড়ানোর দাবি তুলেছে ব্যাঙ্কিং শিল্প।

ইডি রবিবার ফের জিজ্ঞাসাবাদ করে ব্যাঙ্কের এগ্‌জিকিউটিভ ডিরেক্টর কে ভি ব্রহ্মাজি রাওকে। শনিবারও পিএনবি-র সিইও এবং এমডি সুনীল মেটার সঙ্গে তাঁকে জেরা করা হয়। আরও কিছু অফিসারকেও ইডি জেরা করছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। এ দিকে, মুম্বইয়ে আজ ইডি-র আঞ্চলিক দফতরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে নীরব মোদী, তাঁর স্ত্রী অমি এবং মামা মেহুল চোক্সীকে।

Advertisement

ঋণ ফেরাতে

• পিএনবির টাকা আদয়ের পথ খুঁজে বার করতে এগ্‌জিকিউটিভ ডিরেক্টর ব্রহ্মাজি রাওকে ফের জিজ্ঞাসাবাদ ইডি-র

• মামা-ভাগ্নে মেহুল চোক্সী-নীরব মোদীর সম্পদের হদিস পেতে ১২টিরও বেশি দেশ থেকে তথ্য তলব করবে ইডি

• তালিকায় ব্রিটেন, আমেরিকা, দুবাই, সিঙ্গাপুর, বেলজিয়াম, হংকং, সুইৎজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ইত্যাদি দেশ

• মুম্বইয়ের আদালতের মাধ্যমে চিঠি পাঠিয়ে খোঁজা হবে মামা-ভাগ্নের সম্পত্তি

• মুম্বইয়ে আজ ইডি-র আঞ্চলিক দফতরে হাজিরা দিতে সমন নীরব মোদী, তাঁর স্ত্রী ও মেহুল চোক্সীকে

শিল্পের শঙ্কা

• পিএনবি-কাণ্ডের জেরে শিল্পে ধার দেওয়া থমকে গেলে ধাক্কা খাবে উৎপাদন বৃদ্ধি

• অর্থনীতি যখন এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, তখন এ ধরনের পরিস্থিতি বিপদ ডাকতে পারে

ব্যাঙ্কের রক্ষাকবচ

• অসাধু কর্মীদের যোগসাজশে ঘটা পিএনবি-র মতো কেলেঙ্কারি থেকে সুরক্ষা চায় ব্যাঙ্ক

• এই খাতে বিমার অঙ্ক বাড়ানোর পক্ষে সওয়াল তাদের

• লক্ষ্য, আগামী দিনে ব্যাঙ্কের ব্যালান্স শিটে এই ধরনের ঘটনার ছাপ পড়তে না দেওয়া

নীরব-মেহুলের সংস্থাকে নিয়ম ভেঙে ২৯৩টি ব্যাঙ্ক গ্যারান্টি বা লেটার অব আন্ডারটেকিং পাইয়ে দেওয়া নিয়ে জেরা করা হয় কর্তাদের। কী ভাবে তা শেষ পর্যন্ত পিএনবি-র নজরে এল, সেটা জানাও ইডি-র উদ্দেশ্য। ওই অফিসারদের কিন্তু অভিযুক্ত হিসেবে গণ্য করা হচ্ছে না। রাও পিএনবি কেলেঙ্কারির উৎস মুম্বই অঞ্চলে ঝুঁকি পরিমাপ সংক্রান্ত দফতরের দায়িত্বে রয়েছেন। ঋণ অ্যাকাউন্টে ৫০ কোটির বেশি লেনদেন হলেই নজরে রাখাটা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে।

এ দিকে নীরব-মেহুল কত দূর জাল ছড়িয়েছেন, তার খোঁজ পেতে ১২টিরও বেশি দেশ থেকে তথ্য চেয়ে পাঠাতে আইনি ব্যবস্থা নেবে ইডি। আদালতের মাধ্যমে চিঠি পাঠিয়ে ওই তথ্য হাতে পেতে চায় ইডি, যেখান থেকে মামা-ভাগ্নের ব্যবসা সংক্রান্ত আরও তথ্য মিলবে বলে তাদের ধারণা। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে গায়েব হওয়া টাকা ফেরাতেই এই উদ্যোগ বলে সংশ্লিষ্ট সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন