তালিকাভুক্তির পর হু-হু করে কমল নয়ডার এডু টেক সংস্থা ‘ফিজ়িক্সওয়াল্লাহ’র শেয়ারের দাম। — প্রতীকী ছবি।
‘ফিজ়িক্সওয়াল্লাহ’র স্টকে লগ্নিকারীদের মাথায় হাত। তালিকাভুক্তির পর মাত্র তিন দিনে নয়ডার এডু টেক সংস্থাটির শেয়ারের দাম পড়েছে প্রায় ১৭ শতাংশ। শুক্রবার, ২১ নভেম্বর চতুর্থ দিনেও অব্যাহত ছিল পতন। বাজার বন্ধ হলে দেখা যায় ১৩০.৬০ টাকায় এসে থেমেছে সংশ্লিষ্ট সংস্থার স্টকের সূচক। তবে বিনিয়োগকারীদের বিপুল লোকসান সত্ত্বেও ‘ইনিশিয়াল পাবলিক অফারিং’ বা আইপিও মূল্যের উপরে রয়েছে শেয়ারটির দাম।
গত মঙ্গলবার, ১৮ নভেম্বর শেয়ারের দুনিয়ায় পা রাখে ‘ফিজ়িক্সওয়াল্লাহ’। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই-তে আইপিও মূল্যের চেয়ে ৩৩ শতাংশ বেশিতে তালিকাভুক্তি হয় সংশ্লিষ্ট এডু টেক সংস্থার। ওই সময় শেয়ারের দাম উঠেছিল ১৪৫ টাকা। শুধু তা-ই নয়, ১৫৬.৪৯ টাকায় পৌঁছে প্রথম দিনের দৌড় থামায় ‘ফিজ়িক্সওয়াল্লাহ’র স্টক, যা ছিল আইপিও মূল্য ১০৯ টাকার চেয়ে প্রায় ৪৪ শতাংশ বেশি।
গোড়াতে মারকাটারি শুরু করলেও দ্বিতীয় দিনেই নয়ডার এডু টেক সংস্থাটির শেয়ারে নামে ধস। ১৯ নভেম্বর, বুধবার থেকে হু-হু করে কমতে থাকে দাম। ওই দিন সূচক নামে প্রায় আট শতাংশ। ফলে বাজার বন্ধের সময় স্টকের দাম ১৪৩.২৮ টাকায় নেমে আসে। ওই তারিখে সংশ্লিষ্ট শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ১৩৮.৫৪ টাকা, যা আইপিও মূল্যের চেয়ে ১১ শতাংশ কম।
তৃতীয় দিনে লগ্নিকারীদের লোকসান আরও বৃদ্ধি পায়। ২০ তারিখ, বৃহস্পতিবার ১৪০ টাকার নীচে নেমে যায় স্টকের দর। শুক্রবার সপ্তাহের শেষ লেনদেনের দিনে সেই ছবির কোনও পরিবর্তন হয়নি। এই দিন ১১.৩৩ টাকা কমেছে দাম। শেয়ার সূচকের সর্বনিম্ন পতনে একসময় ১২৮.৫৫ টাকায় পৌঁছেছিল দর। পরে সামান্য বেড়ে সেটা থামে ১৩০ টাকায়।
ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ৩৫ হাজার কোটি টাকার নীচে চলে যায় ‘ফিজ়িক্সওয়াল্লাহ’র বাজারি মূলধন। শেয়ার বাজারে তালিকাভুক্তির দিনে যা ছিল ৪৬ হাজার ৩০০ কোটি টাকা। ২০১৬ সালে একটি ইউটিউব চ্যানেল হিসাবে আত্মপ্রকাশ করে নয়ডার এই সংস্থা। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা এবং কোচিং সেন্টারের নিরিখে একে দেশের বৃহত্তম এডু টেক ফার্মের একটি বলা যেতে পারে। গত আর্থিক বছরে (পড়ুন ২০২৪-’২৫) ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এর রাজস্ব। ফলে এর লোকসানের অঙ্ক কমে নেমে আসে ২৪৩ কোটি টাকায়।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)