Business News

জিএসটি কার্যকরী হলে দাম কমবে যে সব জিনিসের

আগামী ১ জুলাই থেকেই পণ্য ও পরিষেবা কর কার্যকরী হতে চলেছে দেশে। তার আগেই শ্রীনগরে রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে বৈঠক হয়ে গেল। বৃহস্পতিবার সেই বৈঠকেই ১,২১১টি পণ্যের উপর করের হার নিয়ে সিদ্ধান্ত নেয় জিএসটি কাউন্সিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মে ২০১৭ ১৫:১১
Share:

আগামী ১ জুলাই থেকেই পণ্য ও পরিষেবা কর কার্যকরী হতে চলেছে দেশে। তার আগেই শ্রীনগরে রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে বৈঠক হয়ে গেল। বৃহস্পতিবার সেই বৈঠকেই ১,২১১টি পণ্যের উপর করের হার নিয়ে সিদ্ধান্ত নেয় জিএসটি কাউন্সিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, এ দিন আলোচনায় যে সব পণ্য নিয়ে আলোচনা হয়েছে, সেগুলির করের হার অপরিবর্তিত থাকছে। তবে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে করের হারও কমেছে। পাশাপাশি তিনি জানান, যে ১,২১১টি পণ্য নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে সেগুলোর মধ্যে ৬টি বাদে বাতি সব পণ্যের ক্ষেত্রে করের হার নির্দিষ্ট করা হয়েছে। জেটলি

Advertisement

সূত্রের খবর, এর মধ্যে বেশির ভাগই পণ্যের ক্ষেত্রেই করের হার রাখা হয়েছে ১৮ শতাংশ বা তার নীচে। তবে এই কর ব্যবস্থা চালু হলে নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন দানাশস্য, মাথার তেল, টুথপেস্ট এবং বিদ্যুতের দাম কমবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন