খুলছে খনি, স্বস্তি নিগমের 

শীঘ্রই চালু হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের বন্ধ হয়ে থাকা আরও একটি কয়লা খনি।

Advertisement

পিনাকী বন্দ্যোপাধ্যায় 

কলকাতা শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ০১:৪৭
Share:

—ফাইল চিত্র।

শীঘ্রই চালু হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের বন্ধ হয়ে থাকা আরও একটি কয়লা খনি। পুজোর পরে যে কোনও দিন বাঁকুড়ার বড়জোড়া (উত্তর) খনিটিতে উত্তোলনের কাজ শুরু হবে। সূত্রের খবর, বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহের জন্য এখন কোল ইন্ডিয়ার উপরে নির্ভর করতে হয় নিগমকে। খনিগুলি চালু হলে সেই নির্ভরতা কিছুটা কমবে। বীরভূমের বড়জোড় খনিটি আগেই চালু হয়েছে।

Advertisement

বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য, বড়জোড়া (উত্তর) খনিটি চালু করার জন্য প্রয়োজনীয় যাবতীয় অনুমোদন রয়েছে নগমের হাতে।

রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি চালাতে মোট যা কয়লা লাগে তার ৮০ শতাংশই জোগান দেয় কোল ইন্ডিয়া। বাকি কয়লা আসত নিগমের খনিগুলি থেকে। কিন্তু বিভিন্ন কারণে ওই খনিগুলি থেকে কয়লা তোলা আপাতত বন্ধ রয়েছে। আবার কোল ইন্ডিয়াও সব সময় রাজ্যের চাহিদা মতো কয়লা জোগান দিতে পারে না। ফলে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে প্রায়ই কয়লার সঙ্কট চলে। মার খায় বিদ্যুৎ উৎপাদন। অনেক সময়েই গ্রাহকদের চাহিদা মেটাতে বাজার থেকে বেশি দামে বিদ্যুৎ কিনতে হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন