ইমামির অধিগ্রহণ

কেশ পরিচর্যার ব্র্যান্ড কেশ কিং-কে কিনে নিচ্ছে ইমামি। আর এর হাত ধরেই তারা পা রাখছে আয়ুর্বেদিক কেশ পরিচর্যার বাজারে। কেশ কিং ও তার অন্য সব ব্র্যান্ড কিনতে সংস্থা-কর্তা সঞ্জীব জুনেজার সঙ্গে চুক্তি করেছে ইমামি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুন ২০১৫ ০৩:০৫
Share:

কেশ পরিচর্যার ব্র্যান্ড কেশ কিং-কে কিনে নিচ্ছে ইমামি। আর এর হাত ধরেই তারা পা রাখছে আয়ুর্বেদিক কেশ পরিচর্যার বাজারে। কেশ কিং ও তার অন্য সব ব্র্যান্ড কিনতে সংস্থা-কর্তা সঞ্জীব জুনেজার সঙ্গে চুক্তি করেছে ইমামি। সেই অনুযায়ী, সংস্থাটির আয়ুর্বেদিক তেল, শ্যাম্পু ও কন্ডিশনার, ক্যাপসুল, সেগুলি তৈরির ফর্মুলাও আসছে ইমামির হাতে। লেনদেনের অঙ্ক প্রায় ১,৬৫১ কোটি টাকা। ব্যবসা বাড়াতে বেশ কয়েক বছর ধরেই নিয়মিত অধিগ্রহণের পথে হাঁটছে ইমামি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement