Old Car

পুরনো গাড়ি বিক্রিতে কর, বিভ্রান্তির পরে এল ব্যাখ্যা

গত সপ্তাহে জিএসটি পরিষদের বৈঠকের পরে ব্যবহৃত গাড়ি বিক্রির উপরে এক হারে কর বসানোর সুপারিশের কথা ঘোষণা করা হয়েছিল। বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে তা ১২% থেকে বেড়ে হয়েছিল ১৮%।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ০৭:১৫
Share:

ব্যবহৃত গাড়ি বিক্রির উপরে কর বসানোর সুপারিশের কথা ঘোষণা করা হয়েছিল। —প্রতীকী চিত্র।

গাড়ির মালিক তাঁর ব্যবহৃত পুরনো গাড়ি অন্য কোনও ব্যক্তিকে বিক্রি করলে তার উপরে জিএসটি বসবে না। তবে পুরনো গাড়ির ব্যবসায়ী সেই গাড়ি বিক্রি করলে কিছু কিছু ক্ষেত্রে ১৮% হারে জিএসটি গুনতে হবে বলে সূত্রের খবর। গত সপ্তাহে জিএসটি পরিষদের বৈঠকের পরে ব্যবহৃত গাড়ি বিক্রির উপরে এক হারে কর বসানোর সুপারিশের কথা ঘোষণা করা হয়েছিল। বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে তা ১২% থেকে বেড়ে হয়েছিল ১৮%। গোটা বিষয়টি ঘিরে তৈরি হয় বিতর্ক। আজ সংশ্লিষ্ট মহলে এ ব্যাপারে বিশদে ব্যাখ্যা করা হয়েছে।

উদাহরণ দিয়ে বলা হয়েছে, জিএসটিতে নথিভুক্ত ব্যবসায়ী বা সংস্থা (রেজিস্টার্ড পার্সন) একটি পুরনো গাড়ি ১০ লক্ষ টাকায় বিক্রি করলেন। গাড়িটির প্রাথমিক দাম ছিল ২০ লক্ষ টাকা। পুরনো হয়ে যাওয়ায় অবমূল্যায়িত দাম (ডেপ্রিশিয়েটেড ভ্যালু) ১২ লক্ষ টাকা। এ ক্ষেত্রে অবমূল্যায়িত দামের তুলনায় কম দামে গাড়িটি বিক্রি হওয়ায় জিএসটি বসবে না। কিন্তু যদি অবমূল্যায়িত দাম ৮ লক্ষ টাকা হয়, সে ক্ষেত্রে বিক্রির দামের সঙ্গে তার পার্থক্যের উপরে জিএসটি বসবে। অর্থাৎ, অবমূল্যায়িত দামের তুলনায় বিক্রির দাম বেশি হওয়ায় সেই ২ লক্ষ টাকার উপরে ১৮% জিএসটি দিতে হবে।

জিএসটি পরিষদের বৈঠকের পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা ঘিরে বিভ্রান্তি তৈরি হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মিম। তার পরে এই ব্যাখ্যা। আজ সরকারি সূত্রে বলা হয়েছে, প্রেক্ষাগৃহে বিক্রীত পপকর্নের জিএসটি ৫%। তবে তা টিকিটের দামের সঙ্গে যুক্ত হলে কর হবে টিকিটের দাম অনুযায়ী।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন