তথ্যের কেন্দ্র, জমির আর্জি রাজ্যের কাছে

ব্যবসায়ী সংগঠনের সভাপতি সুশীল পোদ্দার বলেন, ‘‘কেন্দ্রটির নাম হবে ভারতীয় শোকেস। পণ্যের প্রদর্শনী ও বিপণন, দুই কাজেই লাগবে সেটি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৮ ০৪:৩৩
Share:

প্রতীকী ছবি।

ভারত, বিশেষত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি হওয়া পণ্যগুলির তথ্য ব্যবসায়ীদের কাছে সহজে পৌঁছতে কলকাতায় কেন্দ্র গড়তে চায় রাজ্যে ব্যবসায়ীদের সংগঠন সিডব্লিউবিটিএ। এ জন্য রাজ্যের কাছে জমিও চেয়েছে তারা।

Advertisement

সম্প্রতি দু’দেশের বাণিজ্য নিয়ে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের সঙ্গে সভার আয়োজন করেছিল সংগঠনটি। পরে তার সভাপতি সুশীল পোদ্দার বলেন, ‘‘কেন্দ্রটির নাম হবে ভারতীয় শোকেস। পণ্যের প্রদর্শনী ও বিপণন, দুই কাজেই লাগবে সেটি।’’ এটি গড়তে দরকার ১০ বিঘা জমি। পরিকাঠামো তৈরিতে খরচ প্রায় ১০ কোটি টাকা। লক্ষ্য, এক বছরের মধ্যে সেটি চালু করা। সুশীলবাবুর দাবি, ‘‘জমির ব্যাপারে আশ্বাস দিয়েছেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। জমা দিতে বলেছেন বিশদ রিপোর্ট।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement