বিদেশি লগ্নি টানার সুযোগ স্টার্ট-আপে

এই প্রথম বিদেশি লগ্নির আওতায় আনা হচ্ছে স্টার্ট-আপ শিল্পকে। এ ক্ষেত্রে বিদেশি উদ্যোগ-পুঁজি সংস্থা বা ফরেন ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টর (এফভিসিআই)-এর কাছ থেকে মূলধন জোগাড় করতে পারবে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৭ ১০:৩০
Share:

—প্রতীকী চিত্র।

এ বার ১০০ শতাংশ বিদেশি তহবিল জোগাড়ের সুযোগ স্টার্ট-আপ বা সদ্য তৈরি সংস্থার জন্যও। আজ প্রকাশিত বিদেশি লগ্নি নীতি সংক্রান্ত নথিতে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক। গত এক বছরে বিদেশি লগ্নি সংক্রান্ত নিয়মের যাবতীয় রদবদলের তথ্য এই নথিতে দাখিল করেছে বাণিজ্য মন্ত্রকের শিল্প নীতি ও উন্নয়ন সংক্রান্ত দফতর।

Advertisement

এই প্রথম বিদেশি লগ্নির আওতায় আনা হচ্ছে স্টার্ট-আপ শিল্পকে। এ ক্ষেত্রে বিদেশি উদ্যোগ-পুঁজি সংস্থা বা ফরেন ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টর (এফভিসিআই)-এর কাছ থেকে মূলধন জোগাড় করতে পারবে তারা। যে-সব পদ্ধতিতে ভারতীয় স্টার্ট-আপ সংস্থা বিদেশি মূলধন সংগ্রহ করতে পারবে, তার মধ্যে রয়েছে:

• এফভিসিআই-এর হাতে শেয়ার বা ঋণপত্র দেওয়া। তার বদলে বিদেশি পুঁজি পাবে সংস্থা

Advertisement

• পাকিস্তান ও বাংলাদেশ ছাড়া বিদেশে বসবাসকারীদের কাছে রূপান্তরযোগ্য ঋণপত্র ইস্যু করতে পারবে স্টার্ট-আপ সংস্থা। এক লপ্তে ২৫ লক্ষ টাকা বা তার বেশি এ ধরনের ঋণপত্র ইস্যু করা যাবে। পরে তা শেয়ারে বদলে নেওয়া যাবে

• সরকারি অনুমোদন লাগে, এমন স্টার্ট-আপ শিল্প এ ধরনের ঋণপত্র ইস্যু করলে কেন্দ্রের সায় নিতে হবে

এক বছরে কেন্দ্র ১২টিরও বেশি ক্ষেত্রে বিদেশি লগ্নির নিয়ম সরল করেছে, যার মধ্যে আছে প্রতিরক্ষা, বিমান পরিবহণ, নির্মাণ শিল্প ইত্যাদি। কেন্দ্রের দাবি, বন্দর, বিমানবন্দর ও সড়ক উন্নয়নে এই মুহূর্তে চাই ১ লক্ষ কোটি ডলারের মতো বিদেশি লগ্নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন