স্টার্ট-আপ, ছোট সংস্থার জন্য তহবিল

বাজেটের ঘোষণা মেনেই স্টার্ট-আপ বা নতুন সংস্থাকে ঋণ দেওয়ার জন্য তহবিল গড়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। মঙ্গলবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে তিনি ২ হাজার কোটি টাকার এই তহবিলের সূচনা করেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৫ ০২:৫৪
Share:

বাজেটের ঘোষণা মেনেই স্টার্ট-আপ বা নতুন সংস্থাকে ঋণ দেওয়ার জন্য তহবিল গড়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। মঙ্গলবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে তিনি ২ হাজার কোটি টাকার এই তহবিলের সূচনা করেন। পাশাপাশি, ছোট ও মাঝারি সংস্থার জন্য ১০ হাজার কোটি টাকার আলাদা একটি তহবিল তৈরি করার কথা ঘোষণা করেন তিনি।

Advertisement

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা সিডবি-র মাধ্যমে তৈরি হল এই দু’টি তহবিল। এর মধ্যে ২ হাজার কোটি টাকার স্টার্ট-আপ তহবিলটির নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া অ্যাসপিরেশন ফান্ড (আইএএফ)। ছোট ও মাঝারি শিল্পের জন্য আনা হয়েছে সিডবি মেক ইন ইন্ডিয়া লোন ফর এন্টারপ্রাইজেস (স্মাইল) প্রকল্প। এর আওতায় ১০ হাজার কোটি টাকার তহবিল গড়া হয়েছে তুলনায় কম সুদে এই ধরনের সংস্থাকে ঋণ দেওয়ার জন্য। সংস্থাগুলি যাতে তাদের ঋণ ও শেয়ার মূলধনের অনুপাতে ভারসাম্য বজায় রাখতে পারে, সেই লক্ষ্যেই তহবিল জোগাবে স্মাইল। সেই কারণেই ঋণের কিছুটা ইকুইটি খাতে দেওয়ার সুযোগ প্রকল্পে থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর।

আইএএফে ভবিষ্যতে জীবনবিমা নিগমও সামিল হবে বলে জানিয়েছেন জেটলি। তিনি বলেন, ‘‘স্টার্ট-আপ শিল্পে যে-জোয়ার এসেছে, তা ধরে রাখতে উপযুক্ত ‘আর্থিক পরিবেশ’ তৈরি করা জরুরি। একমাত্র তা হলেই নতুন শিল্পোদ্যোগী ও তাঁদের উদ্ভাবন ক্ষমতা কাজে লাগানো যাবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement