নিফ্‌টি ৯,৯০০ ছুঁইছুঁই

এই প্রথম ৩২ হাজারে সেনসেক্স

অগস্টের ঋণনীতিতে রিজার্ভ ব্যাঙ্কের সুদ ছাঁটার সম্ভাবনা বাড়া। কারণ, জুনে খুচরো বাজারের মূল্যবৃদ্ধি যেখানে নজিরবিহীন নীচে নেমেছে (১.৫৪%), সেখানে একেবারে তলানিতে পৌঁছেছে শিল্প বৃদ্ধির হার (১.৭%)। আর এই কারণেই অর্থনীতির বৃদ্ধির চাকায় গতি আনতে শীর্ষ ব্যাঙ্ক সুদ কমাবে বলে আশা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৭ ০২:৩৯
Share:

উচ্ছ্বাস: সূচকের উত্থানে খুশি ব্রোকার। মুম্বইয়ে। ছবি: পিটিআই।

মাত্র ৩৩টি লেনদেনে হাজার পয়েন্ট সফর করল সেনসেক্স। যার হাত ধরে বৃহস্পতিবার এই প্রথম ৩২ হাজারের মাইলফলক পেরিয়ে গেল ওই সূচক। ২৩২.৫৬ পয়েন্ট উঠে দিনের শেষে থামল ৩২,০৩৭.৩৮ অঙ্কে। নজির গড়েছে নিফ্‌টিও। ৭৫.৬০ পয়েন্ট এগিয়ে ৯,৮৯১.৭০ অঙ্কের নতুন শিখরে পা রেখেছে এটি। ডলারের সাপেক্ষে টাকার দামও এ দিন ৯ পয়সা বেড়ে প্রায় তিন সপ্তাহে সর্বোচ্চ হয়েছে। এক ডলার ছিল ৬৪.৪৫ টাকা।

Advertisement

এই নিয়ে সেনসেক্স টানা চার দিনে উঠল মোট ৬৭৬.৭৫ পয়েন্ট। বাজার বিশেষজ্ঞদের দাবি, এর প্রধান কারণ বাজারে নগদের জোগান বেড়ে যাওয়া। যে কারণে লগ্নিকারীরা শেয়ারে টাকা ঢালতে ঝাঁপাচ্ছেন। তার উপরে পয়লা জুলাই দেশে পণ্য-পরিষেবা কর (জিএসটি) চালু হয়ে যাওয়ায় অর্থনীতির ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া নিয়েও আশা পোক্ত হয়েছে। ফলে শেয়ার বাজারে লগ্নি করতে উৎসাহী অনেকেই। অত্যন্ত সক্রিয় বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিও। বুধবার যারা নিট ৩৬১.২৫ কোটি টাকা ঢেলেছে ভারতে। তবে এ দিন বাজার এতটা চাঙ্গা থাকায় ইন্ধন জুগিয়েছে আরও কিছু বিষয়। এগুলি হল—

অগস্টের ঋণনীতিতে রিজার্ভ ব্যাঙ্কের সুদ ছাঁটার সম্ভাবনা বাড়া। কারণ, জুনে খুচরো বাজারের মূল্যবৃদ্ধি যেখানে নজিরবিহীন নীচে নেমেছে (১.৫৪%), সেখানে একেবারে তলানিতে পৌঁছেছে শিল্প বৃদ্ধির হার (১.৭%)। আর এই কারণেই অর্থনীতির বৃদ্ধির চাকায় গতি আনতে শীর্ষ ব্যাঙ্ক সুদ কমাবে বলে আশা।

Advertisement

• বাজারে নগদের ঢালাও জোগান

• জিএসটি আসার পরে অর্থনীতির মোড় ঘোরার আশা

• রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর সম্ভাবনা জোরালো হওয়া

• কর্পোরেট সংস্থার ফল ভাল হওয়ার আশা

• মার্কিন মুলুকে সুদ ধীরেসুস্থে বাড়ার আশ্বাসে চাঙ্গা বিশ্ব বাজার

• দেশের শিল্প সংস্থাগুলির অর্থবর্ষের প্রথম তিন মাসের আর্থিক ফলাফল ভাল হওয়ার আশা। যা ইতিমধ্যেই প্রকাশিত হতে শুরু করেছে।

• মার্কিন মুলুকে ফেডারেল ইউরোপে ধীরেসুস্থে সুদ বাড়াবে জানানোয় এশিয়া ও ইউরোপের বেশির ভাগ শেয়ার সূচকের উত্থান।

এ দিকে, এই দিনই প্রকাশিত হয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএসের জুন ত্রৈমাসিকের আর্থিক ফল। তাদের ব্যবসার পরিমাণ ১% বাড়লেও নিট মুনাফা ৫.৯% কমেছে। দাঁড়িয়েছে ৫,৯৪৫ কোটি টাকায়। ফলে বৃহস্পতিবার সংস্থাটির ফল ভাল হবে, এই আশায় শেয়ার দর উঠলেও, শুক্রবার তা পড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন