প্রথম ১০ হাজারে দিন শেষ নিফ্‌টির

বুধবার দিন বিশেষ করে বেড়েছে ধাতু শিল্পের বিভিন্ন সংস্থার শেয়ারের দাম। যেমন মুনাফা বাড়ার কারণে বেদান্তের শেয়ার দর বেড়েছে ২.৩৩%।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৭ ০৩:৫৬
Share:

—ফাইল চিত্র।

শেষ পর্যন্ত ১০ হাজারের ঘরে থিতু হল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্‌টি। আগের দিন সামান্য পড়ার পরে বুধবার শেয়ার বাজার ফের বাড়ল। নিফ্‌টি ৫৬.১০ পয়েন্ট বেড়ে থামল ১০,০২০.৬৫ অঙ্কে। অন্য দিকে সেনসেক্স ১৫৪.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৩২,৩৮২.৪৬ অঙ্কে।

Advertisement

এ দিন বিশেষ করে বেড়েছে ধাতু শিল্পের বিভিন্ন সংস্থার শেয়ারের দাম। যেমন মুনাফা বাড়ার কারণে বেদান্তের শেয়ার দর বেড়েছে ২.৩৩%। গত জুন মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে বেদান্তের নিট মুনাফা আগের বারের থেকে দ্বিগুণ বেড়েছে। একই কারণে দাম বেড়েছে টাটা স্টিল, হিন্দুস্তান জিঙ্ক এবং জিন্দল স্টিলের। মুনাফা বৃদ্ধির কারণে এক লাফে ৬.১০% বেড়েছে ইয়েস ব্যাঙ্কের শেয়ার দরও।

আগামী দিনে বাজার কেমন এগোবে, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে কিন্তু মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করছেন, সূচকের দৌড় লম্বা হবে। আবার অনেকের ধারণা, বাজার পড়বে। বিশেষজ্ঞদের দ্বিতীয় দলটি মনে করছেন, যে-কোনও সময়েই শেয়ারের দামে বড় মাপের সংশোধন বা কারেকশন আসতে পারে।

Advertisement

তবে প্রবীণ বাজার বিশেষজ্ঞ অজিত দে কিন্তু মানতে নারাজ যে, সূচকের উত্থান কারেকশন ছাড়াই হয়েছে। তিনি বলেন, ‘‘এক লপ্তে সূচকের বড় পতন হয়নি ঠিকই। কিন্তু সূচক তো প্রায়ই পড়ছে। ফের উঠছে বাজারের নিজস্ব জোরেই। এতে অস্বাভাবিকতা কী আছে?’’ নিফ্‌টির ১০ হাজার ছোঁয়া প্রসঙ্গে অজিতবাবু বলেন, ‘‘আমার কাছে ১০ হাজার অঙ্কটা একটা সংখ্যা ছাড়া কিছু নয়। তবে এই সংখ্যাটা যে-সব কারণে দেখতে পেলাম, সেই বিষয়গুলি খতিয়ে দেখলেই সূচকের উত্থান নিয়ে আর মনে ধন্দ থাকার কথা নয়।’’

অজিতবাবুদের মতো কিছু বাজার বিশেষজ্ঞ মনে করেন, কেন্দ্রীয় সরকার পণ্য-পরিষেবা কর (জিএসটি) চালু করা-সহ আর্থিক ক্ষেত্রে যে-সব সংস্কার এনেছে, সেগুলির সুফল আগামী দিনে পাওয়া যাবে। আর, সে ক্ষেত্রে সূচক এক জায়গায় থাকবে, এটা মানতে নারাজ তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন