সূচক এই প্রথম ৩১ হাজারে

অন্য দিকে, আর এক সূচক ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফ্‌টি-ও ৮৫.৩৫ পয়েন্ট উঠে পা রাখল ৯,৫৯৫.১০ অঙ্কে। এ যাবৎ যা তারও নতুন শিখর।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৭ মে ২০১৭ ০৩:২৪
Share:

দিল্লির মসনদে নরেন্দ্র মোদী সরকারের তিন বছর পূর্তির দিনে নতুন ইতিহাস গড়ে ফেলল শেয়ার বাজারও। ২৭৮.১৮ পয়েন্ট উঠে বিএসই-র সেনসেক্স এই প্রথম পেরিয়ে গেল ৩১ হাজারের মাইলফলক। দাঁড়াল ৩১,০২৮.২১ অঙ্কে। অন্য দিকে, আর এক সূচক ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফ্‌টি-ও ৮৫.৩৫ পয়েন্ট উঠে পা রাখল ৯,৫৯৫.১০ অঙ্কে। এ যাবৎ যা তারও নতুন শিখর।

Advertisement

একই রকম ঝোঁক ছিল বিদেশি মুদ্রার বাজারেও। ডলারের সাপেক্ষে টাকার দাম এ দিন ১৮ পয়সা বেড়ে গিয়েছে। দিনের শেষে এক ডলার দাঁড়িয়েছে ৬৪.৪৪ টাকায়।

বিশেষজ্ঞদের একাংশের মতে, এ দিন বাজার এতখানি চাঙ্গা হওয়ার মূল কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত তিন বছরের এনডিএ শাসনের উপর লগ্নিকারীদের আস্থা প্রদর্শন। অনেকেই বলছেন, কেন্দ্র আগামী দিনে আরও সংস্কারের পথে হাঁটবে, এখন এই আশায় বুক বাঁধছেন সকলে। সেই ভরসার ইঙ্গিত হিসেবেই এ দিন শেয়ার কিনতে দেখা গিয়েছে দেশি ও বিদেশি লগ্নিকারীদের।

Advertisement

পরিসংখ্যানও বলছে, ২০১৪ সালের মে মাসে এই সরকার ক্ষমতায় আসার পরে সেনসেক্স বেড়েছে ২৫.৫৩% আর নিফ্‌টি ৩০.৩৮%। আর ৩০ হাজার থেকে ৩১ হাজার, এই হাজার পয়েন্ট পেরোতে সেনসেক্স সময় নিল মাত্র ২১টি লেনদেন।

বাজারমহলের দাবি, সার্বিক ভাবে লগ্নিতে উৎসাহী বাজারকে এগোতে এ দিন ইন্ধন জুগিয়েছে চলতি বছরে ভাল বর্ষার পূর্বাভাস, জুনের আগাম লেনদেনের জন্য শেয়ার কিনে রাখা এবং বিশ্ব বাজারের ঊর্ধ্বমুখী গতিও। বিশেষ করে বৃহস্পতিবারই যেখানে মার্কিন শেয়ার সূচক এসঅ্যান্ডপি ও ন্যাসড্যাক বাজার বন্ধের সময় রেকর্ড উচ্চতা ছুঁয়েছে।

এ ছাড়া, জুলাই থেকে পণ্য-পরিষেবা কর চালুর সম্ভাবনা, ব্যাঙ্ক-গুলির অনুৎপাদক সম্পদ সামলাতে কেন্দ্রের বাড়তি উদ্যোগ, বিভিন্ন সংস্থার ভাল আর্থিক ফল, অর্থনীতি চাঙ্গা হওয়ার ইঙ্গিত— এ সবও বাজারকে উপরে তোলার জ্বালানি হিসেবে কাজ করছে। যে কারণে শুধু চলতি সপ্তাহেই সেনসেক্স বেড়েছে ৫৬৩.২৯ পয়েন্ট ও নিফ্‌টি ১৬৭.২০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন