Foreign Investments

বিদেশি লগ্নি ১.৬২ লক্ষ কোটি টাকা পার, ফুলেফেঁপে উঠছে ফান্ডের তহবিল

চলতি মাসে এ দেশের শেয়ার বাজারে বিনিয়োগের ঝুলি নিয়ে কার্যত ঝাঁপিয়ে পড়েছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। পরিসংখ্যান বলছে, ডিসেম্বরে ইতিমধ্যেই তাদের লগ্নি পেরিয়েছে ৫৭,৩০০ কোটি টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ০৯:২১
Share:

—প্রতীকী চিত্র।

এক দিকে বিদেশি বিনিয়োগকারী সংস্থা, অন্য দিকে দেশীয় মিউচুয়াল ফান্ড— ভারতের শেয়ার বাজারে দু’পক্ষই ঢেলে লগ্নি করেছে এ বছর। ৭১,০০০ ছুঁয়ে ফেলা বাজার কাউকে নিরাশ করেনি। রিটার্নে ঝুলি ভরেছে দেশি-বিদেশি সমস্ত লগ্নিকারীর। সেই সঙ্গে অপেক্ষা শুরু হয়েছে আগামী বছরের।

Advertisement

চলতি মাসে এ দেশের শেয়ার বাজারে বিনিয়োগের ঝুলি নিয়ে কার্যত ঝাঁপিয়ে পড়েছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। পরিসংখ্যান বলছে, ডিসেম্বরে ইতিমধ্যেই তাদের লগ্নি পেরিয়েছে ৫৭,৩০০ কোটি টাকা। পুরো বছরে এখনও পর্যন্ত তা ১.৬২ লক্ষ কোটি টাকা ছুঁয়েছে।

এ বছর শেয়ারে লগ্নির ঝুলি উপুড় করেছে দেশের মিউচুয়াল ফান্ড শিল্পও। তাদের সংগঠন অ্যামফির দাবি, মূলত সেই কারণেই এ বছর ফান্ডের মোট তহবিল ৯ লক্ষ কোটি টাকা বেড়েছে। আগের বছর বেড়েছিল ২.৬৫ লক্ষ কোটি টাকা। তিন বছরে বৃদ্ধি ১৮ লক্ষ কোটি। অ্যামফি জানিয়েছে, এ বছর বহু সাধারণ লগ্নিকারী ফান্ডে এসআইপি করায় লগ্নি এসেছে ১.৬৬ লক্ষ কোটি টাকা।

Advertisement

বিশেষজ্ঞদের দাবি, ভারতের বাজারে বিদেশি লগ্নির বৃদ্ধির কারণ—

  • পাঁচ রাজ্যের ভোটের তিনটিতেই বিজেপি প্রত্যাশার তুলনায় ভাল ফল করে সরকার গড়ায় সার্বিক ভাবে দেশে রাজনৈতিক স্থিতিশীলতার আশা।
  • দেশে আর্থিক বৃদ্ধির হার নিয়ে বাড়তে থাকা প্রত্যাশা।
  • টানা তিনটি বৈঠকে সুদ স্থির রাখার পরে আমেরিকায় আগামী বছর সুদের হার কমানোর ইঙ্গিত। তাতে সেখানকার বন্ড বাজারে ইল্ড (প্রকৃত আয়) কমছে এবং ভারতের বাজারে বাড়ছে বিদেশি লগ্নি।
  • কর্পোরেট সংস্থাগুলির ভাল আর্থিক ফল।
  • সম্প্রতি বেশ কিছু সংস্থার বাজারে প্রথম বার শেয়ার বিক্রিতে ভাল সাড়া।

অক্টোবরে ভারতের শেয়ার বাজারে বিদেশি সংস্থাগুলি ঢেলেছিল ৯০০০ কোটি টাকা। এ মাসে (২২ ডিসেম্বর পর্যন্ত) ৫৭,৩১৩ কোটি। কোনও বছরে এক মাসের হিসাবে যা তাদের সর্বোচ্চ লগ্নি। অগস্ট ও সেপ্টেম্বরে অবশ্য সংস্থাগুলি এ দেশ থেকে ৩৯,৩০০ কোটি টাকা তুলে নিয়েছিল। জিয়োজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের কর্তা ভি কে বিজয়কুমারের দাবি, আগামী বছর আমেরিকায় সত্যিই সুদ কমলে ভারতে বিদেশি লগ্নি আরও বাড়তে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন