জিএসটি-র আগেই বিদেশি বাণিজ্য নীতি

আগামী ১ জুলাই থেকে পণ্য-পরিষেবা কর (জিএসটি) চালু হওয়ার আগেই মধ্যবর্তী বৈদেশিক বাণিজ্য নীতি ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার। বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার জানান, রফতানিকারী এবং অন্য সব পক্ষের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ০৩:৩৩
Share:

আগামী ১ জুলাই থেকে পণ্য-পরিষেবা কর (জিএসটি) চালু হওয়ার আগেই মধ্যবর্তী বৈদেশিক বাণিজ্য নীতি ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার। বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার জানান, রফতানিকারী এবং অন্য সব পক্ষের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে ২০২০ সালের মধ্যে রফতানির লক্ষ্যমাত্রা ৯০ হাজার কোটি ডলারের চেয়ে কমিয়ে আনার কোনও পরিকল্পনা তাঁদের নেই বলে উল্লেখ করেন মন্ত্রী।

Advertisement

জিএসটি নিয়ে রফতানিকারীরা ইতিমধ্যেই দুশ্চিন্তায় ভুগছেন। বিশেষ করে ছোট-মাঝারি শিল্পের রফতানিকারীদের আশঙ্কা, জিএসটি জমানায় তাঁদের হাতে থাকা তহবিল আটকে যাবে। কারণ, জিএসটি-র শর্ত অনুযায়ী, ব্যবসায়ীরা ধাপে ধাপে কর জমা খাতে রিফান্ডের ৯০% পাবেন ৭ দিনে। কিন্তু ১০% মিলবে ৪/৫ মাসে। ফলে তাঁদের টাকা আটকে যাবে বলে অভিযোগ। কেন্দ্র চায় জিএসটি-র আগেই সংশোধিত বিদেশি বাণিজ্য নীতি চালু হলে দু’টি বিষয় তাল মিলিয়ে এগোতে পারবে। সমস্যাগুলিও আগে থেকে খতিয়ে দেখা সম্ভব হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement