সুসীম মুকুল দত্ত।
হিন্দুস্তান ইউনিলিভারের (এইচইউএল) প্রাক্তন চেয়ারম্যান সুসীম মুকুল দত্তের জীবনাবসান হয়েছে। শনিবার মুম্বইয়ে তিনি মারা যান। বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।
১৯৯০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সুসীম এইচইউএল-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছিলেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশের অন্যতম বৃহৎ স্বল্পমেয়াদি ভোগ্যপণ্য সংস্থা হিসেবে গড়ে তুলেছিলেন ইউনিলিভারকে। বলা হয়, গ্রামাঞ্চলে পণ্য বিপণনের ছবিটাই বদলে দিয়েছিলেন তিনি। তাঁরই আমলে ব্রুক বন্ড-লিপটন চায়ের বহুচর্চিত চুক্তি সম্পন্ন হয়। একাধিক সংস্থাকে অধিগ্রহণ করে ক্রমশ শক্তিশালী করে তোলেন এইচইউএলের ব্যবসাকে।
সুসীমের প্রয়াণে শোকের ছায়া নেমেছে গোটা ভারতীয় কর্পোরেট জগতে। অনেকেই মনে করিয়েছেন, ১৯৫০ সালে এইচইউএলে যোগ দিয়ে কী ভাবে অক্লান্ত পরিশ্রম করে ধাপে ধাপে উপরে উঠেছেন তিনি। বিভিন্ন ধরনের দায়িত্ব সামলেছেন। গোটা কর্মজীবনে ফিলিপ্স ইন্ডিয়া, কাস্ট্রল ইন্ডিয়া, টাটা ট্রাস্ট, আইএল অ্যান্ড এফএসের মতো ২১টি সংস্থার পরিচালন পর্ষদের সদস্যও ছিলেন। বিভিন্ন সময়ে সংস্থা পরিচালনা, ব্যবসায়িক কৌশল তৈরি এবং কর্মকাণ্ডকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন।
শিল্পমহলের অনেকেই বলছেন, প্রকৃত কান্ডারি ছিলেন সুসীম। বিশেষ দক্ষতা ছিল ব্যবসার পরিচালনা, উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজার সম্পর্কিত ক্ষেত্রে। বিশেষ করে এশিয়ার মহাদেশের বাজার সম্পর্কে তাঁর গভীর জ্ঞানের কথা স্মরণ করেছেন তাঁরা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে