৩০০ কোটি রাজ্যে ঢালতে চায় ফিউচার

এ দিকে, এই প্রথম নিজস্ব দোকানের বাইরে বেরিয়ে সেন্ট্রালে বিপণি খুলেছে রাজ্য সরকারি সংস্থা বিশ্ব-বাংলা মার্কেটিং কর্পোরেশন (বিবিএমসি)। লক্ষ্য, রাজ্যের হস্তশিল্প পণ্যের চাহিদা পরখ করতে আরও বেশি মানুষের কাছে পৌঁছনো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০১৭ ০৪:৪১
Share:

প্রতীকী ছবি।

চলতি অর্থবর্ষে রিটেল ব্যবসায় এ রাজ্যে প্রায় ৩০০ কোটি টাকা লগ্নি করতে চায় ফিউচার গোষ্ঠী। যা দিয়ে খোলা হবে ১৫টি বড় ডিপার্টমেন্টাল স্টোর (সেন্ট্রাল)। শনিবার রাজারহাটে রাজ্যে ফিউচারের প্রথম সেন্ট্রাল বিপণিটি চালু করতে এসে এ কথা জানালেন কর্ণধার কিশোর বিয়ানি।

Advertisement

এ দিকে, এই প্রথম নিজস্ব দোকানের বাইরে বেরিয়ে সেন্ট্রালে বিপণি খুলেছে রাজ্য সরকারি সংস্থা বিশ্ব-বাংলা মার্কেটিং কর্পোরেশন (বিবিএমসি)। লক্ষ্য, রাজ্যের হস্তশিল্প পণ্যের চাহিদা পরখ করতে আরও বেশি মানুষের কাছে পৌঁছনো। বিয়ানি এ দিন বলেন, দিল্লি ও অন্যান্য শহরের সেন্ট্রালেও বিশ্ব বাংলার বিপণি খুলতে রাজ্যের সঙ্গে কথা বলা হবে। পরে বিবিএমসি-র সিইও স্নেহাশিস সরকার জানান, তাঁদের নিজস্ব দোকানে নির্দিষ্ট ধরনের ক্রেতারা আসেন। কিন্তু মল বা বড় বিপণিতে বিভিন্ন ধরনের আরও বেশি সংখ্যায় মানুষ কেনাকাটা করেন। সেই বাজার ধরতেই সেন্ট্রালে পা রাখা।

দেশের বড় শহরগুলিতে সেন্ট্রাল খুলছে ফিউচার। এ দিন বিয়ানির দাবি, কলকাতার ঐতিহ্যবাহী মেট্রো সিনেমা হলের জায়গায় খোলা হবে দ্বিতীয়টি। নজরে রয়েছে শিলিগুড়িও। সে ক্ষেত্রে ২০১৭-’১৮ অর্থবর্ষেই এই ব্যবসা থেকে প্রায় ৩,৫০০ কোটি টাকা ছোঁবে বলে আশা করছেন তাঁরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন