আইএমএফের প্রথম মহিলা মুখ্য অর্থনীতিবিদ হলেন কলকাতার গীতা

ডিসেম্বরে অবসর নেবেন মরিস ওবস্টফেল্ড। তার পরে ওই পদে যোগ দেবেন ৪৬ বছরের গীতা। সোমবার তাঁর নিয়োগের কথা ঘোষণা করেন আইএমএফ প্রধান ক্রিস্টিন ল্যাগার্দে।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৮ ০৩:০৬
Share:

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতার জন্ম ও স্কুলশিক্ষা কলকাতায়।

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (আইএমএফ) মুখ্য অর্থনীতিবিদ হচ্ছেন গীতা গোপীনাথ। রঘুরাম রাজনের পরে তিনিই হবেন ওই দায়িত্ব নেওয়া প্রথম ব্যক্তি, যাঁর শিকড় ভারতে। একই সঙ্গে গীতা হবেন আইএমএফের প্রথম মহিলা মুখ্য অর্থনীতিবিদও।

Advertisement

ডিসেম্বরে অবসর নেবেন মরিস ওবস্টফেল্ড। তার পরে ওই পদে যোগ দেবেন ৪৬ বছরের গীতা। সোমবার তাঁর নিয়োগের কথা ঘোষণা করেন আইএমএফ প্রধান ক্রিস্টিন ল্যাগার্দে। অর্থ ভাণ্ডারের প্রথম মহিলা কর্ণধার হওয়ার পরে, যিনি বার বার মেয়েদের এগিয়ে আসার পক্ষে সওয়াল করেছেন। আর গীতার নিয়োগের পরে আইএমএফ, বিশ্ব ব্যাঙ্ক এবং ওইসিডি, এই তিন প্রতিষ্ঠানেরই মুখ্য অর্থনীতিবিদ হবেন কোনও মহিলা।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতার জন্ম ও স্কুলশিক্ষা কলকাতায়। আর উচ্চশিক্ষা যথাক্রমে দিল্লি ও আমেরিকায়। বাবা কৃষক। মা গৃহকর্ত্রী। হার্ভার্ডের ইতিহাসে গীতা তৃতীয় মহিলা, যিনি অর্থনীতি বিভাগের টেনিয়োর্ড প্রফেসর। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পরে প্রথম ভারতীয়ও। ২০১৪ সালে আইএমএফের স্বীকৃতি পেয়েছেন ৪৫ বছরের কম বয়সি বিশ্বের ২৫ জন প্রথম সারির অর্থনীতিবিদ হিসেবেও।

Advertisement

পরিচিতি

• নাম: গীতা গোপীনাথ

• জন্ম: ৮ ডিসেম্বর, ১৯৭১। কলকাতায়

•• উচ্চশিক্ষা
• অর্থনীতিতে স্নাতক, লেডি শ্রীরাম কলেজ অব কমার্স, দিল্লি
• স্নাতকোত্তর, দিল্লি স্কুল অব ইকনমিক্স
• স্নাতকোত্তর, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়
• পিএইচডি, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়

•• শিক্ষকতা
• শিকাগো বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসের অর্থনীতির অধ্যাপক (২০০১-০৫)
• হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (২০০৫ থেকে)
• হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন জোয়ানস্ত্রা প্রফেসর অব ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যান্ড অব ইকনমিক্স (২০১৫ থেকে)

•• এ ছাড়াও
• কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের আর্থিক উপদেষ্টা
• ছিলেন জি২০-র বিষয়ে অর্থ মন্ত্রকের উপদেষ্টা গোষ্ঠীর সদস্য

শুধু শিক্ষাকতা নয়। জি২০ গোষ্ঠী নিয়ে অর্থ মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন গীতা। কেরলের পিনারাই বিজয়ন সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবেও দেখা গিয়েছে তাঁকে। যে তেলের দর বর্তমানে কেন্দ্রের মাথাব্যথা, ২০১৬ সালে দাম কম থাকার সময়ে তা নিয়ে সতর্কও করেছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন