Bharat Petroleum Corp Ltd

বিপিসিএলের জন্য আগ্রহপত্রে আরও সময়

কেন্দ্রের বক্তব্য, করোনা-সমস্যার জন্য আরও বেশি সময় চেয়েছে সম্ভাব্য ক্রেতারাই।

Advertisement

নয়াদিল্লি

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২০ ০২:৪৭
Share:

ছবি সংগৃহীত।

ফের পিছোল ভারত পেট্রোলিয়ামে (বিপিসিএল) কেন্দ্রের অংশীদারি (৫২.৯৮%) কিনতে আগ্রহপত্র জমার শেষ তারিখ। এই নিয়ে চার বার। এ দফায় সময়সীমা ১৬ নভেম্বর। কেন্দ্রের বক্তব্য, করোনা-সমস্যার জন্য আরও বেশি সময় চেয়েছে সম্ভাব্য ক্রেতারাই। আর সংশ্লিষ্ট মহলের দাবি, এ ভাবে সময় পিছোতে থাকলে চলতি অর্থবর্ষে বিলগ্নিকরণের লক্ষ্য পূরণ কঠিন হতে পারে কেন্দ্রের। আগ্রহপত্র জমা শেষ হলে শুরু হবে দরপত্র গ্রহণের প্রক্রিয়া।

Advertisement

এই অর্থবর্ষে বিলগ্নির মাধ্যমে ২.১ লক্ষ কোটি টাকা তুলতে চায় কেন্দ্র। অতিমারির জেরে কর আদায় ধাক্কা খাওয়ার পরে এই অর্থ ঘরে তুলতে আরও মরিয়া তারা। যার বড় অংশ আসবে এয়ার ইন্ডিয়া ও বিপিসিএলে নিজেদের পুরো অংশীদারি বেচে। অথচ ইতিমধ্যেই ঋণে জর্জরিত এয়ার ইন্ডিয়া বেচতে গিয়ে হোঁচট খেতে হয়েছে। বারবার দরপত্র জমার সময় পিছিয়ে, শর্ত বদলে, কিছুতেই কিছু হয়নি। বাধ্য হয়ে সেই ঋণের বড় অংশ সরকার নিজের ঘাড়ে নিয়েই সংস্থাটি বিক্রির কথা ভাবছে। তবে এতেও সাড়া মিলবে কতটা সন্দেহ আছে। বিশেষত সারা বিশ্বেই বিমান শিল্পের যেখানে করুণ অবস্থা। এখন বারবার সময়সীমা পিছনোয় একই ধরনের সংশয় দানা বাঁধছে বিপিসিএল নিয়েও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন