কর আদায় বাড়াতে জোর

লক্ষ্য ছিল, প্রতি মাসে ১ লক্ষ কোটি টাকা জিএসটি আদায়। কিন্তু এপ্রিলের পর থেকে তা ছোঁওয়া যায়নি। উপরন্তু, জুন-জুলাইয়ে রাজ্যগুলিকে রাজস্ব ক্ষতিপূরণ বাবদ দেওয়া টাকার অঙ্ক বেড়েছে প্রায় চারগুণ। এই অবস্থায় এ বার জিএসটি আদায় বাড়ানোর পথ খুঁজতে পরিকল্পনা তৈরি করছে অর্থ মন্ত্রক।

Advertisement

নয়াদিল্লি

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮ ০২:২৪
Share:

লক্ষ্য ছিল, প্রতি মাসে ১ লক্ষ কোটি টাকা জিএসটি আদায়। কিন্তু এপ্রিলের পর থেকে তা ছোঁওয়া যায়নি। উপরন্তু, জুন-জুলাইয়ে রাজ্যগুলিকে রাজস্ব ক্ষতিপূরণ বাবদ দেওয়া টাকার অঙ্ক বেড়েছে প্রায় চারগুণ। এই অবস্থায় এ বার জিএসটি আদায় বাড়ানোর পথ খুঁজতে পরিকল্পনা তৈরি করছে অর্থ মন্ত্রক। একই সঙ্গে রাজ্যগুলির সঙ্গে কথা বলা হচ্ছে তাদের কর আদায়ে কী কী অসুবিধা হচ্ছে, তা বোঝার জন্য।

Advertisement

উল্লেখ্য, রাজ্যগুলিকে এপ্রিল ও মে মাসে যেখানে ৩,৮৯৯ কোটি টাকা জোগাতে হয়েছিল, সেখানেই জুন-জুলাইয়ে তা বেড়ে পৌঁছেছে ১৪,৯৩০ কোটিতে। অর্থ মন্ত্রকের এক কর্তা জানান, এই অবস্থায় কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের কর দফতরের কর্তাদের সঙ্গে কথা বলা শুরু করেছেন অর্থ সচিব হাসমুখ আঢিয়া। কেন কর আদায় কমছে, তা খুঁজে বার করাই এর লক্ষ্য।

ওই কর্তার দাবি, রাজস্ব বাড়ানো নিয়ে পঞ্জাব, হিমাচল প্রদেশ, পুদুচেরি এবং জম্মু ও কাশ্মীরের সঙ্গে কথা হয়েছে আঢিয়ার। পরের মাসে বিহার ও উত্তরাখণ্ড রয়েছে সেই তালিকায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন