মাল্যকে ফেরাতে

প্রায় ৯,০০০ কোটি টাকা ব্যাঙ্ক-ঋণ বাকি ফেলে বিদেশে পাড়ি দেওয়া বিজয় মাল্যকে প্রত্যর্পণের সুযোগ খতিয়ে দেখতে আইনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছে বিদেশ মন্ত্রক। কিংগ্‌ফিশার কর্তার বিরুদ্ধে বেআইনি ভাবে টাকা সরানোর এক মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদনের পরিপ্রেক্ষিতেই এই উদ্যোগ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৬ ০২:৩৩
Share:

প্রায় ৯,০০০ কোটি টাকা ব্যাঙ্ক-ঋণ বাকি ফেলে বিদেশে পাড়ি দেওয়া বিজয় মাল্যকে প্রত্যর্পণের সুযোগ খতিয়ে দেখতে আইনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছে বিদেশ মন্ত্রক। কিংগ্‌ফিশার কর্তার বিরুদ্ধে বেআইনি ভাবে টাকা সরানোর এক মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদনের পরিপ্রেক্ষিতেই এই উদ্যোগ। এ দিকে, প্রযুক্তি ক্ষেত্রে লগ্নিকারী টি ভি মোহনদাস পাই বলেছেন, মাল্যকে এ ভাবে জবরদস্তি দেশে ফেরানোর চেষ্টা নিতান্তই ‘বাজে কৌশল।’ কারণ, তাঁর বিরুদ্ধে ততটা মামলা জোরদার নয়। পাইয়ের মতে আলোচনার মাধ্যমেই রফায় আসা উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement