এ বছরই গ্রাসিমে মিশছে নুভো

গ্রাসিমের সঙ্গে আদিত্য বিড়লা নুভো (এবিএনএল) মিশিয়ে দিতে সায় মিলল শেয়ারহোল্ডারদের। আদিত্য বিড়লা গোষ্ঠীরই এই দুই সংস্থা হাত মিলিয়ে তৈরি করবে ৬০ হাজার কোটি টাকার যৌথ উদ্যোগ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৭ ০৩:৩৪
Share:

গ্রাসিমের সঙ্গে আদিত্য বিড়লা নুভো (এবিএনএল) মিশিয়ে দিতে সায় মিলল শেয়ারহোল্ডারদের। আদিত্য বিড়লা গোষ্ঠীরই এই দুই সংস্থা হাত মিলিয়ে তৈরি করবে ৬০ হাজার কোটি টাকার যৌথ উদ্যোগ। সিমেন্ট, আর্থিক পরিষেবা, টেলিকম, বস্ত্র ও রাসায়নিক শিল্পে তা প্রথম সারিতে থাকবে বলে দাবি করেছে কুমার মঙ্গলম বিড়লা পরিচালিত এই গোষ্ঠী। তাদের হাতে থাকবে ৩৯ শতাংশ শেয়ার, বাকি ৬১ শতাংশ জনসাধারণের হাতে।

Advertisement

দুই সংস্থা যৌথ বিবৃতিতে জানিয়েছে, উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রের নতুন এই সংস্থা গ্রাসিম নামেই পরিচিত হবে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) থেকেই দুই সংস্থার মিশে যাওয়ার বিষয়টি কার্যকর হবে। তবে তার আগে নিতে হবে জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনাল, বিএসই ও এনএসই-র অনুমোদন। এই সংযুক্তির অঙ্গ হিসেবেই নুভোর সব ধরনের আর্থিক পরিষেবা সংক্রান্ত ব্যবসা আদিত্য বিড়লা ফিনান্সিয়াল সার্ভিসেস হিসেবে আলাদা সংস্থা হিসেবে কাজ শুরু করবে।

প্রসঙ্গত, আদিত্য বিড়লা নুভোর ব্যবসা মূলত ছড়িয়ে রয়েছে টেলিকম ও খুচরো বিপণনে। গ্রাসিমের আল্ট্রাটেক সিমেন্ট দেশের বাজারে প্রথম স্থানে রয়েছে বলে দাবি সংস্থার।

Advertisement

গত অগস্টেই সংযুক্তির পরিকল্পনা ও শেয়ার বিনিময়ের অনুপাত জানিয়েছিল আদিত্য বিড়লা গোষ্ঠী। সেই অনুযায়ী নুভোর প্রতি ১০টি শেয়ারের জন্য মিলবে নতুন যৌথ উদ্যোগের ৩টি করে শেয়ার। আদিত্য বিড়লা ফিনান্সিয়াল সার্ভিসেসের ৭টি করে শেয়ার দেওয়া হবে গ্রাসিমের প্রতিটি শেয়ারের জন্য। মে-জুনের মধ্যে স্টক এক্সচেঞ্জেও নথিভুক্ত হবে ওই আর্থিক পরিষেবা সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন