Growth of industry

শিল্পে বৃদ্ধিপাঁচ মাসের তলানিতে

নোটবন্দি আর তড়ঘড়ি জিএসটি চালুর জোড়া ধাক্কা কাটিয়ে মোদী সরকার যখন অর্থনীতির পালে হাওয়া ফেরার কথা বলছে, তখন শিল্প বৃদ্ধির এই পরিসংখ্যান তাদের কাছে বড় ধাক্কা। বিশেষজ্ঞদের মতে, এই উদ্বেগ আরও বাড়াচ্ছে মূলধনী পণ্যের এবং খনন শিল্পে উৎপাদন চোখে পড়ার মতো মার খাওয়া।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ মে ২০১৮ ০৪:২৪
Share:

মাঝে কিছু দিন সামান্য আশা জাগানোর পরে ফের মুখ থুবড়ে পড়ল শিল্প বৃদ্ধির হার। মার্চে তা সটান নেমে গেল পাঁচ শতাংশের নীচে। দাঁড়াল ৪.৪%। গত পাঁচ মাসে সবচেয়ে কম।

Advertisement

নোটবন্দি আর তড়ঘড়ি জিএসটি চালুর জোড়া ধাক্কা কাটিয়ে মোদী সরকার যখন অর্থনীতির পালে হাওয়া ফেরার কথা বলছে, তখন শিল্প বৃদ্ধির এই পরিসংখ্যান তাদের কাছে বড় ধাক্কা। বিশেষজ্ঞদের মতে, এই উদ্বেগ আরও বাড়াচ্ছে মূলধনী পণ্যের এবং খনন শিল্পে উৎপাদন চোখে পড়ার মতো মার খাওয়া।

কেন্দ্রের পরিসংখ্যানে, আলোচ্য মাসে মূলধনী পণ্যের উৎপাদন সরাসরি কমেছে ১.৮%। যেখানে আগের বার একই সময়ে বৃদ্ধির হার ছিল ৯.৪%। বিশেষজ্ঞরা বলেন, মূলধনী পণ্য যেহেতু মূলত কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, তাই এর হিসেব থেকে বোঝা যায় যে, আগামী দিনে বাজারে তাদের উৎপাদিত পণ্যের কেমন চাহিদা আঁচ করছে শিল্প। তাই সে দিক থেকে এ বারের সংখ্যা হতাশাজনক। খনন শিল্পের বৃদ্ধির হারও ১০.১% থেকে কমে দাঁড়িয়েছে ২.৮%। আশার আলো দেখাতে পারেনি কল-কারখানার উৎপাদনও। সেখানেও বৃদ্ধির হার মোটে ৪.৪%।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন