টানা দু’মাস সঙ্কোচনের ইঙ্গিত পরিষেবায়

একে অর্থনীতির হাল এখন তেমন সুবিধার নয়। উৎপাদন শিল্পের দশা তথৈবচ। বৃদ্ধির গতি ঢিমে। পালে তেমন হাওয়া নেই লগ্নিরও। ভোটের কথা মাথায় রেখে নতুন কাজের সুযোগ তৈরি করতে গিয়ে খাবি খেতে হচ্ছে মোদী সরকারকে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ০২:৪১
Share:

ফাইল চিত্র।

জুলাইয়ের তুলনায় পরিস্থিতি হয়তো কিছুটা ভাল। কিন্তু অগস্টেও সেই সঙ্কোচনের মেঘ পরিষেবা ক্ষেত্রের আকাশে। উপদেষ্টা সংস্থার সমীক্ষায় পূর্বাভাস, টানা দু’মাস সঙ্কুচিত পরিষেবা। নোটবন্দির নভেম্বর-ডিসেম্বরের পরে এই প্রথম। এই কারণে সেখানে নতুন কাজের সুযোগ তৈরি তো দূর অস্ত্‌, বরং বহু কাজ ছাঁটাই হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে ওই সমীক্ষা।

Advertisement

দেশে পরিষেবা ক্ষেত্রের হাল কেমন, বিভিন্ন সংস্থার মধ্যে সমীক্ষা করে সে বিষয়ে পূর্বাভাস দেয় নিক্কেই ইন্ডিয়ার সার্ভিসেস পারচেজিং ম্যানেজার্স সূচক (সার্ভিসেস পিএমআই)। উপদেষ্টা সংস্থা আইএইচএস-মার্কিটের করা ওই সমীক্ষায় দেখা যাচ্ছে যে, অগস্টে ওই সূচক পৌঁছেছে ৪৭.৫-এ। জুলাইয়ে যা ছিল ৪৫.৯। সেই হিসেবে দেখলে, আগের মাসের তুলনায় পরিষেবা কিছুটা মুখ তোলার ইঙ্গিত দিয়েছে ঠিকই, কিন্তু তা বলে বৃদ্ধির মুখ দেখেনি। কারণ, ওই পিএমআই সূচক ৫০-এর নীচে থাকার অর্থ সংশ্লিষ্ট ক্ষেত্রের সঙ্কোচন।

আরও পড়ুন: প্যানের পরে গয়নায় এখন আধারও

Advertisement

একে অর্থনীতির হাল এখন তেমন সুবিধার নয়। উৎপাদন শিল্পের দশা তথৈবচ। বৃদ্ধির গতি ঢিমে। পালে তেমন হাওয়া নেই লগ্নিরও। ভোটের কথা মাথায় রেখে নতুন কাজের সুযোগ তৈরি করতে গিয়ে খাবি খেতে হচ্ছে মোদী সরকারকে। এই অবস্থায় পরিষেবা ক্ষেত্রে টানা দু’মাস সঙ্কোচনের ইঙ্গিত দিল্লির অস্বস্তি বাড়াবে বলে ধারণা অনেকের।

সমীক্ষা প্রকাশ উপলক্ষে আই এইচ এস-মার্কিটের মুখ্য অর্থনীতিবিদ পলিআন্না দ্য লিমা বলেন, উৎপাদন শিল্প যা-ও বা বৃদ্ধির মুখ দেখছে, তাকে কার্যত পিছনে টেনে ধরছে পরিষেবা ক্ষেত্র।’’ তাঁর মতে, এমনিতে পরিষেবা ক্ষেত্র মনে করে জিএসটি চালু হওয়া-সহ বিভিন্ন সংস্কারে দীর্ঘ মেয়াদে তারা লাভবান হবে। কিন্তু এই মুহূর্তে তাদের পিছু ধাওয়া করছে অনিশ্চয়তা এবং চাহিদায় ঘাটতি।

লিমার কথায়, এই মুহূর্তে পরিষেবা ক্ষেত্রের অন্যতম বড় সমস্যা তাকে ঘিরে থাকা অনিশ্চয়তার আবহ। সেই কারণে হাত খুলে লগ্নি করতে এগিয়ে আসছে না তারা। তার উপর তাদের সমস্যা বাড়াচ্ছে কাঁচামালের দাম বৃদ্ধি। ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া তো দূরের কথা, কাজ খোয়াচ্ছেন বিভিন্ন সংস্থার বহু কর্মী। কেন্দ্র যেখানে ২০১৯ সালের লোকসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই কাজের সুযোগ তৈরিতে সবচেয়ে বেশি জোর দিচ্ছে, সেখানে পরিষেবা ক্ষেত্রের এই মলিন ছবি মোটেও আশাপ্রদ নয়।

পরিষেবা ক্ষেত্রের সঙ্কোচন ধাক্কা দিচ্ছে অর্থনীতির ভিতেও। উৎপাদন শিল্প এবং পরিষেবা মিলিয়ে তৈরি সার্বিক সূচক (নিক্কেই ইন্ডিয়া কম্পোজিট পিএমআই আউটপুট ইনডেক্স) জুলাইয়ে ছিল ৪৬। একশো মাসে সবচেয়ে নীচে। অগস্টে তা হয়েছে ৪৯। মূলত পরিষেবায় ধাক্কার কারণেই তা ৫০ পেরিয়ে বৃদ্ধির মুখ দেখেনি বলে সমীক্ষায় ইঙ্গিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন