GST

ফ্রিজ, ওয়াশিং মেশিনের জিএসটি কমতে পারে, ইঙ্গিত

কিছু দিন আগেই ১৭৮টি পণ্যের জিএসটি হার কমেছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৭ ১৬:২৩
Share:

ফ্রিজ, ওয়াশিং মেশিনের মতো বেশ কয়েকটি দ্রব্যের জিএসটি কমাতে পারে কেন্দ্র। খুব শীঘ্রই এ সব জিনিসের জিএসটি হার ২৮ শতাংশ থেকে এক ধাপ কমানো হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ সরকারি কর্তাকে উদ্ধৃত করে এমনটাই জানাচ্ছে দ্য টাইমস অব ইন্ডিয়া। কিছু দিন আগেই ১৭৮টি পণ্যের জিএসটি হার কমেছে।

Advertisement

ওই সরকারি কর্তা জানান, সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতে কঠোর পরিশ্রম করতে হয় মহিলাদের। সকালে সন্তানদের জন্য লাঞ্চ বক্স গোছানো থেকে শুরু করে রাত পর্যন্ত কালঘাম ছোটাতে হয় তাঁদের। সে ক্ষেত্রে ডিশওয়াশার, ওয়াশিং মেশিন মহিলাদের চাপ অনেকটাই কমাতে পারে। অন্যান্য গঠনমূলক কাজের জন্য তাঁরা সময় বের করতে পারেন। এ ছাড়া ডিশওয়াশারের মতো পণ্য বেশিরভাগ ক্ষেত্রেই দক্ষিণ কোরিয়ার মতো দেশ থেকে আমদানি করতে হয়। জিএসটি’র হার কম থাকলে অনেক দেশীয় সংস্থা এগুলি তৈরি করতে উৎসাহ পাবে। এ সব কথা চিন্তা করেই জিএসটি হার কমানোর বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে, মত ওই সরকারি কর্তার।

আরও পড়ুন: জিএসটি কমছে টুথপেস্ট, শ্যাম্পু, চকোলেট, শেভিং ক্রিম সহ ১৭৮ পণ্যের

Advertisement

এ মাসেই জিএসটি কাউন্সিলের ২৩তম বৈঠকে ১৭৮টি পণ্যের জিএসটি হার কমানো কথা ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি জিএসটি কাউন্সিল সূত্রের খবর, এয়ার কন্ডিশন্ড রেস্তরাঁগুলিতে যে খাবার পরিবেশন করা হয়, তার উপর জিএসটি হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করারও প্রস্তাব রয়েছে। তবে এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কাউন্সিল।

আরও পড়ুন: সংসদে আসতে মোদী ভয় পাচ্ছেন: সনিয়া

গত জুলাইয়ে জিএসটি গোটা দেশে আনুষ্ঠানিক ভাবে কার্যকর হওয়ার পর কর-কাঠামো অদলবদল করতে ফি মাসেই বৈঠকে বসেছেন কাউন্সিলের সদস্যরা। এর আগে ১০০টি পণ্যকে জিএসটি’র নিম্নতর হার ৫, ১২ বা ১৮ শতাংশে নিয়ে আসা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন