HDFC bank

এইচডিএফসির শেয়ার কিনল চিনের শীর্ষ ব্যাঙ্ক

এ দিকে আজ কংগ্রেস নেতা রাহুল গাঁধী টুইটে বলেছেন, দেশের আর্থিক অবস্থা ঝিমিয়ে পড়ায় বহু ভারতীয় সংস্থা এখন অধিগ্রহণের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ০৬:০৯
Share:

প্রতীকী ছবি

গৃহঋণ সংস্থা এইচডিএফসিতে লগ্নি বাড়াল পিপ্লস ব্যাঙ্ক অব চায়না। স্টক এক্সচেঞ্জকে দেওয়া তথ্য অনুসারে, মার্চের শেষে সংস্থাটিতে চিনের শীর্ষ ব্যাঙ্কের অংশীদারি ১.০১%। হাতে রয়েছে প্রায় ১.৭৫ কোটি শেয়ার। করোনা সমস্যার জেরে অস্থির বাজারে বহু ভাল সংস্থার শেয়ার দর নেমেছে। ১ জানুয়ারি এইচডিএফসির শেয়ারের দাম ছিল ২,৪৩৩.৭৫ টাকা। ২৭ মার্চ নেমেছে ১,৭৫৪ টাকায়। চিনের শীর্ষ ব্যাঙ্ক সেই সুযোগ নিয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

Advertisement

এ দিকে আজ কংগ্রেস নেতা রাহুল গাঁধী টুইটে বলেছেন, দেশের আর্থিক অবস্থা ঝিমিয়ে পড়ায় বহু ভারতীয় সংস্থা এখন অধিগ্রহণের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। সমস্যার দিনে কোনও বিদেশি সংস্থা যাতে ভারতীয় সংস্থার রাশ হাতে নিতে না-পারে, কেন্দ্রের উচিত তা নিয়ে সতর্ক থাকা। চিনের শীর্য ব্যাঙ্ক এইচডিএফসির শেয়ার কেনার পরে এই টুইট তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের অনেকের। তবে একাংশের মতে, এ রকম লগ্নি বিভিন্ন দেশের শীর্ষ ব্যাঙ্কই করে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন