সেনসেক্স বাড়ল ৫০৬, টাকা ২৯ পয়সা

ম্যাট নিয়ে কমিটি হতেই উঠল বাজার

বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির আস্থা ফিরে পেতে বৃহস্পতিবার ন্যূনতম বিকল্প কর (ম্যাট) নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গড়ার কথা বলেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। আর ম্যাট-বিতর্ক মেটাতে সরকারের এই উদ্যোগই প্রাণ ফেরাল শেয়ার বাজারে। তিন দিন পড়ার পর শুক্রবার সেনসেক্স উঠল ৫০৬.২৮ পয়েন্ট। ফের ২৭ হাজারের ঘরে ঢুকে দাঁড়াল ২৭,১০৫.৩৯ অঙ্কে। ডলারের সাপেক্ষে টাকার দামও বেড়েছে ২৯ পয়সা। ডলার হয়েছে ৬৩.৯৪ টাকা। ভারতীয় মুদ্রা উঠে এসেছে ২০ মাসের তলানি থেকে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৯ মে ২০১৫ ০৪:২৪
Share:

বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির আস্থা ফিরে পেতে বৃহস্পতিবার ন্যূনতম বিকল্প কর (ম্যাট) নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গড়ার কথা বলেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। আর ম্যাট-বিতর্ক মেটাতে সরকারের এই উদ্যোগই প্রাণ ফেরাল শেয়ার বাজারে। তিন দিন পড়ার পর শুক্রবার সেনসেক্স উঠল ৫০৬.২৮ পয়েন্ট। ফের ২৭ হাজারের ঘরে ঢুকে দাঁড়াল ২৭,১০৫.৩৯ অঙ্কে। ডলারের সাপেক্ষে টাকার দামও বেড়েছে ২৯ পয়সা। ডলার হয়েছে ৬৩.৯৪ টাকা। ভারতীয় মুদ্রা উঠে এসেছে ২০ মাসের তলানি থেকে।

Advertisement

শুক্রবার সরকারি মহলের খবর, ম্যাট-বিতর্ক দ্রুত মেটাতে তৈরি ওই কমিটির রিপোর্ট জমার সময়সীমাও বাঁধতে চলেছে অর্থ মন্ত্রক। যার ঘোষণা হতে পারে ৩-৪ দিনের মধ্যে। শুধু তাই নয়, জোর করে বকেয়া ম্যাট আদায় করা হবে না বলেও জানিয়েছে অর্থ মন্ত্রক।

প্রসঙ্গত, কিছু বিদেশি লগ্নিকারী সংস্থা পুরনো মূলধনী লাভে ম্যাট দেওয়ার যে নোটিস পেয়েছে, সেই বিষয়েই সুপারিশ করবে কমিটি। নোটিসের জেরেই ভারতে বিপুল শেয়ার বিক্রি করছিল ক্ষুব্ধ বিদেশি সংস্থাগুলি।

Advertisement

এ ছাড়া, সূচকের উত্থানে ইন্ধন জুগিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ডেভিড ক্যামেরনের ফিরে আসা, বিশ্ব বাজারে তেলের দর পড়া ও দেশে পড়তি বাজারে শেয়ার কেনাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন