Honda

যান্ত্রিক ত্রুটি, ৫০ হাজার বাইক ও স্কুটি তুলে নিচ্ছে হন্ডা

হন্ডা তাঁদের যান্ত্রিক ত্রুটি কারণে প্রায় ৫০ হাজার গাড়িকে বাজার থেকে উঠিয়ে নিতে চলেছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৯ ১৫:২২
Share:

হন্ডা একটিভাতেও ধরা পরেছে যান্ত্রিক ত্রুতি। ছবি: হণ্ডা।

মোটরসাইকেল নির্মাণকারী সংস্থা হন্ডা তাঁদের ৫০ হাজার গাড়িকে যান্ত্রিক ত্রুটি কারণে বাজার থেকে উঠিয়ে নিতে চলেছে। কিছু মডেলের সামনের চাকার ব্রেকে গোলযোগ দেখা গিয়েছে যার ফলে জরুরি অবস্থায় সামনের চাকা আটকে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এই সমস্যার কারণে তাঁরা অ্যাভিয়েটর (ডিস্ক), অ্যাক্টিভা ১২৫(ডিস্ক), গ্রাজিয়া (ডিস্ক), সিবি সাইন (সেলফ ডিস্ক)-এর মডেলগুলিকে পরীক্ষার জন্য তুলে নিতে চলেছে।

Advertisement

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ৪ ফেব্রুয়ারি থেকে ৩ জুলাইয়ের মধ্যে নির্মিত সংশ্লিষ্ট মডেলের স্কুটি ও বাইকের মধ্যেকার যে যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত বলে মনে করছে সেগুলি পরিবর্তন করে দেবে। কোম্পানিটি ডিলারদের সাহায্যে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সরাসরি ফোন বা ই-মেল বা এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে তাঁদের বাইক ও স্কুটিগুলি পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেবে বলে জানিয়েছে।

গ্রাহকরা চাইলে তাঁদের বাইক বা স্কুটিতে এই সমস্যা হতে পারে কি না এবং তা পরীক্ষার প্রয়োজন আছে না নেই নিজে থেকেই জেনে নিতে পারবেন। এর জন্য তাঁদের কোম্পানির নিজস্ব ওয়েববসাইটে গিয়ে গাড়ির ভি আই এন কোডটি সারভিসেসের ক্যাম্পেইন বিভাগে দিতে হবে। তা হলেই তাঁদের বাইক বা স্কুটিটি পরীক্ষার প্রয়োজন আছে কি না, তা তাঁরা জেনে যাবেন।

Advertisement

আরও পড়ুন: রেট্রো আর ফিচার্সের মেলবন্ধনে বাজারে নতুন বাইক আনল বেনেলি

আরও পড়ুন: ৩৭০ বিলোপের উদ্যোগে গন্ধ লগ্নির, ঐতিহাসিক তকমায় স্বাগত জানাল শিল্প

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন