ফের নতুন অভিযোগ, ব্যাঙ্ক বলছে চন্দা ছুটিতে

যোগসাজশের অভিযোগ ফের। আইসিআইসিআই ব্যাঙ্কের এমডি-সিইও চন্দা কোছরের বিরুদ্ধেই। চন্দার স্বামী দীপক কোছরের সংস্থা নিউপাওয়ার গোষ্ঠীতে লগ্নির বদলে এসার গোষ্ঠীর রুইয়া ভাইয়েরা ব্যাঙ্কটি থেকে বেআইনি ভাবে সুবিধা পেয়েছিলেন বলে অভিযোগ অরবিন্দ গুপ্তের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুন ২০১৮ ০৩:০৮
Share:

যোগসাজশের অভিযোগ ফের। আইসিআইসিআই ব্যাঙ্কের এমডি-সিইও চন্দা কোছরের বিরুদ্ধেই। চন্দার স্বামী দীপক কোছরের সংস্থা নিউপাওয়ার গোষ্ঠীতে লগ্নির বদলে এসার গোষ্ঠীর রুইয়া ভাইয়েরা ব্যাঙ্কটি থেকে বেআইনি ভাবে সুবিধা পেয়েছিলেন বলে অভিযোগ অরবিন্দ গুপ্তের।

Advertisement

প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে গুপ্তের দাবি, ২০১০-১২ সালে ঘুরপথে মরিশাস থেকে নিউপাওয়ার ও তার শাখা সংস্থায় টাকা ঢেলেছিলেন রুইয়া ভাইয়েরা। রবি রুইয়ার জামাই নিশান্ত কানোরিয়া এবং শশী রুইয়ার ভাইপো অনিরুদ্ধ ভুবালকার মাধ্যমে সেই লগ্নি করা হয়। গুপ্তের অভিযোগ, যে সময়ে এই টাকা ঢালা হয়, তখনই বিদেশে সংস্থা অধিগ্রহণের জন্য আইসিআইসিআই-সহ বিভিন্ন ব্যাঙ্কের জোটের থেকে ঋণ পেয়েছিল এসার। সব অ্যাকাউন্টই অনুৎপাদক সম্পদে পরিণত হয়েছে।

যদিও আইসিআইসিআই ব্যাঙ্কের দাবি, এসারকে দেওয়া মোট ১০২ কোটি ডলারের ঋণের মধ্যে তাদের ভাগ ২৫ শতাংশেরও কম। অভিযোগ অস্বীকার করেছে এসার গোষ্ঠীও।

Advertisement

এ দিকে, জোর করে চন্দাকে ছুটিতে পাঠানো হয়নি বলে শুক্রবার দাবি করল আইসিআইসিআই ব্যাঙ্ক। কিছু সংবাদমাধ্যমের খবর ছিল, ভিডিয়োকন গোষ্ঠীকে দেওয়া ঋণ নিয়ে স্বাধীন তদন্তের নির্দেশ দেওয়ার পরে তাঁকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে। ব্যাঙ্কের দাবি, পরিকল্পনা মতোই তিনি বার্ষিক ছুটিতে গিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement