নতুন ইস্যুতে সেবির সায় আইসিআইসিআই প্রু-কে

প্রথম বার শেয়ার ছেড়ে প্রায় ৫,০০০ কোটি টাকা তোলার প্রস্তাবে বাজার নিয়ন্ত্রক সেবি-র সায় পেল আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স কোম্পানি। ফলে তারাই হতে চলেছে ভারতের প্রথম বিমা সংস্থা, যারা নতুন ইস্যু ছেড়ে তহবিল সংগ্রহ করার পথে হাঁটতে চলেছে।

Advertisement

নয়াদিল্লি

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪৫
Share:

প্রথম বার শেয়ার ছেড়ে প্রায় ৫,০০০ কোটি টাকা তোলার প্রস্তাবে বাজার নিয়ন্ত্রক সেবি-র সায় পেল আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স কোম্পানি। ফলে তারাই হতে চলেছে ভারতের প্রথম বিমা সংস্থা, যারা নতুন ইস্যু ছেড়ে তহবিল সংগ্রহ করার পথে হাঁটতে চলেছে। শুধু তাই নয়, গত প্রায় ছ’বছরে এটিই হবে সবচেয়ে বড় নতুন ইস্যু। গত জুলাইয়েই সেবির কাছে প্রস্তাব জমা দেয় সংস্থা।

Advertisement

আইসিআইসিআই প্রুডেনশিয়াল ভারতের বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক (৬৮%) এবং ব্রিটেনের প্রুডেনশিয়াল কর্পোরেশন হোল্ডিংসের (২৬%) যৌথ উদ্যোগ। সিঙ্গাপুরের লগ্নি সংস্থা টিমাসেক ও প্রাইভেট ইকুইটি ফান্ড প্রেমজি-ইনভেস্টেরও শেয়ার আছে কিছুটা।

সেবির কাছে দেওয়া খসড়া প্রস্তাবে জানানো হয়েছে, আইসিআইসিআই ব্যাঙ্ক মারফত বাজারে ছাড়া হবে আইসিআইসিআই প্রু-র শেয়ার মূলধনের ১২.৬৫%। যার মধ্যে ব্যাঙ্কের শেয়ারহোল্ডারদের জন্য সংরক্ষিত থাকবে ১০% (১,৮১,৩৪,১০৫টি পর্যন্ত)।

Advertisement

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইসিআইসিআই প্রু, বাজারে প্রথম বার শেয়ার ছেড়ে প্রায় ৫,০০০ কোটি টাকা তোলার ছক কষেছে। যা গত প্রায় ছ’বছরে বৃহত্তম। এর আগে ২০১০ সালে রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া ১৫ হাজার কোটির বেশি টাকা সংগ্রহের জন্য বাজারে প্রথম বার শেয়ার ছেড়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন