Direct tax

গত ৬ মাসে দেশে প্রত্যক্ষ কর আদায় বেড়েছে ১৬ শতাংশ

মন্ত্রক সূত্রের খবর, চলতি আর্থিক বছরে বাজেটে প্রত্যক্ষ কর বাবদ রাজস্ব আদায়ের যে পরিমাণ ধার্য হয়েছিল, গত ৬ মাসে তার ৩৯.৪ শতাংশই আদায় হয়ে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৭ ১৯:৫২
Share:

প্রতীকী ছবি।

চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর, এই ৬ মাসে দেশে প্রত্যক্ষ কর আদায়ের পরিমাণ গত বছরের ওই সময়ের তুলনায় বেড়েছে প্রায় ১৬ শতাংশ।

Advertisement

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বুধবার এ কথা জানিয়েছে। মন্ত্রক সূত্রের খবর, চলতি আর্থিক বছরে বাজেটে প্রত্যক্ষ কর বাবদ রাজস্ব আদায়ের যে পরিমাণ ধার্য হয়েছিল, গত ৬ মাসে তার ৩৯.৪ শতাংশই আদায় হয়ে গিয়েছে। যার পরিমাণ ৩ লক্ষ ৮৬ হাজার কোটি টাকা। কর্পোরেট সংস্থাগুলির দেওয়া করের পরিমাণও বেড়েছে ৮.১ শতাংশ।

আরও পড়ুন- কাঁচরাপাড়ার কাঁচরা বাবু গিয়েছেন, দল বেঁচেছে: পাল্টা পার্থর​

Advertisement

আরও পড়ুন- মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, কিন্তু আমরা চাকর নই: বিস্ফোরক মুকুল রায়

বিশেষজ্ঞদের ধারণা, রিটার্ন দাখিলের নিয়মকানুনের সরলীকরণের ফলেই হয়তো প্রত্যক্ষ কর আদায়ের পরিমাণ এতটা বেড়েছে। এটাও হতে পারে কালো টাকা যাতে জমে না যায়, তার জন্যও উৎসাহ বেড়েছে করদাতাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন