মুদ্রা ভাণ্ডার ব্যবহারে চুক্তি

টাকার দামের টানা পতন রুখতে রিজার্ভ ব্যাঙ্কের ডলার বিক্রি যার সম্ভাব্য কারণ। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরকালেই পরস্পরের বিদেশি মুদ্রার ভান্ডার ব্যবহারের চুক্তি সই করল ভারত ও জাপান।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৮ ০২:২৬
Share:

পরস্পরের বিদেশি মুদ্রার ভান্ডার ব্যবহারের চুক্তি সই করল ভারত ও জাপান। ছবি: এএফপি।

গত এপ্রিলে নজির গড়লেও হালে ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার বিপজ্জনক হারে কমছে বলে সম্প্রতি সতর্ক করেছেন বিশেষজ্ঞেরা।

Advertisement

টাকার দামের টানা পতন রুখতে রিজার্ভ ব্যাঙ্কের ডলার বিক্রি যার সম্ভাব্য কারণ। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরকালেই পরস্পরের বিদেশি মুদ্রার ভান্ডার ব্যবহারের চুক্তি সই করল ভারত ও জাপান। যার সুবাদে, প্রয়োজনে দু’দেশ পরস্পরের বিদেশি মুদ্রা কাজে লাগাতে পারবে। ৭,৫০০ কোটি ডলার পর্যন্ত।

কেন্দ্রীয় আর্থিক বিষয়ক সচিব সুভাষচন্দ্র গর্গের দাবি, দ্বিপাক্ষিক মুদ্রা ভাণ্ডার ব্যবহারের এত বড় অঙ্কের চুক্তি বিশ্বে অন্যতম বৃহৎ। সোমবার টোকিওয় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে মোদীর শীর্ষ বৈঠকের পরেই চুক্তি সইয়ের কথা ঘোষণা হয়। বলা হয়, আর্থিক সহযোগিতা পোক্ত করতেই এই পথে সামিল হল তারা।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন