স্মার্টফোনের বাজারে ভারতই সম্ভাবনাময়, দাবি সমীক্ষায়

স্মার্টফোন বিক্রির হারে উত্তর আমেরিকা, ইউরোপ, জাপানের মতো উন্নত দুনিয়ার বাজারকে হারিয়ে দিতে চলেছে ভারত। বিশেষজ্ঞ সংস্থা গার্টনারের দাবি, চলতি বছরে বিশ্ব জুড়ে কমে আসবে স্মার্টফোনের বিক্রি। কিন্তু ভারতে সেই ছবিটা উল্টো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৬ ০৯:৪০
Share:

স্মার্টফোন বিক্রির হারে উত্তর আমেরিকা, ইউরোপ, জাপানের মতো উন্নত দুনিয়ার বাজারকে হারিয়ে দিতে চলেছে ভারত। বিশেষজ্ঞ সংস্থা গার্টনারের দাবি, চলতি বছরে বিশ্ব জুড়ে কমে আসবে স্মার্টফোনের বিক্রি। কিন্তু ভারতে সেই ছবিটা উল্টো।

Advertisement

বিশ্ব জুড়ে ২০১৬-এ স্মার্টফোনের বিক্রির হার দাঁড়াবে ৭%। গার্টনারের মতে, মোট ১৫০ কোটি স্মার্টফোন বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১৫ সালের তুলনায় যা অর্ধেকেরও কম। ২০১৫ সালে বিক্রি বৃদ্ধির হার ছিল ১৪.৪%। তবে ভারতে এই ছবিটা এখনও উজ্জ্বল।

গার্টনারের অন্যতম কর্তা অংশুল গুপ্তের মতে, ভারতে স্মার্টফোন বিক্রি বৃদ্ধির হার সবচেয়ে বেশি সম্ভাবনাময়। বিশ্ব জুড়ে বিক্রির হার যেখানে দাঁড়িয়ে ৭ শতাংশে, সেখানে ভারতে তা ২৯.৫ শতাংশে। তিনি বলেন, ‘‘সমীক্ষা করে দেখা গিয়েছে চলতি ২০১৬ সালে এ দেশে ১৩.৯ কোটি স্মার্টফোন বিক্রি হওয়ার সম্ভাবনা।’’ আর সেই কারণেই অ্যাপল, স্যামসাং, এলজি থেকে শুরু করে শাওমি, জিওনি, মাইক্রোম্যাক্সের মতো দেশি-বিদেশি মোবাইল ফোন তৈরির সংস্থা ভারতের বাজার ধরতে ঝাঁপাচ্ছে বলে বিশেষজ্ঞদের দাবি। বাড়তে থাকা এই বাজার লক্ষ্য করেই নিত্যনতুন মডেল আনছে অধিকাংশ সংস্থা। এমনকী একই সঙ্গে জোর দিচ্ছে ভারতে কারখানা তৈরি করার উপরেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement