Defence Secretary

চাই সমুদ্র অর্থনীতির বৃদ্ধি, আশ্বাস সুরক্ষার 

২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে ভারতকে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হিসেবে গড়ে তুলতে চাইছে ভারত।

Advertisement

সংবাদ সংস্থা 

কলকাতা শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ০৩:৩৬
Share:

আগামী ২০২৪ সালের মধ্যে সমুদ্র নির্ভর অর্থনীতিকে ২৫,০০০ কোটি ডলারে নিয়ে যেতে চাইছে ভারত। রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে প্রতিরক্ষা সচিব অজয় কুমার এ কথা জানিয়েছেন। এই কাজে দেশের উপকূলরক্ষী বাহিনী যথাযথ নিরাপত্তা দেবে বলেও তিনি জানান।

Advertisement

২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে ভারতকে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হিসেবে গড়ে তুলতে চাইছে ভারত। কিন্তু বৃদ্ধির হারে ধাক্কা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই লক্ষ্যমাত্রা ছোঁয়া যাবে কি না, সে ব্যাপারে বহু অর্থনীতিবিদই সন্দেহ প্রকাশ করছেন। এ দিন প্রতিরক্ষা সচিব মনে করিয়ে দিয়েছেন যে, স্থলভাগে যেহেতু জমির পরিমাণ ক্রমাগত কমে যাচ্ছে, তাই অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বেশি সমুদ্রনির্ভর হয়ে পড়ছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অর্থনীতির প্রায় ৫% সমুদ্রনির্ভর। সব দেশই সাম্প্রতিক কালে এই কার্মকাণ্ডকে আরও বাড়ানোর চেষ্টা করছে।

মাছ ধরা, সমুদ্র পথে পর্যটন কিংবা পরিবহণ-সহ বেশ কয়েকটি ক্ষেত্র সমুদ্র নির্ভর অর্থনীতির মধ্যে পড়ে। এই সমস্ত ক্ষেত্রে ভারতও নিজের অর্থনীতিকে বাড়াতে চাইছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা সচিব। তিনি জানান, ভারতের উপকূলের দীর্ঘ ৭৫০০ কিলোমিটার। আর সমুদ্র অর্থনীতির এলাকা প্রায় ২০ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। কুমার বলেন, ‘‘২০২৪ সালের মধ্যে ভারত ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হয়ে উঠতে চাইছে। আমরা চাইছি এর মধ্যে ২৫,০০০ কোটি ডলার সমুদ্র থেকে আসুক। সেই অর্থনীতিকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব উপকূলরক্ষী বাহিনীর।’’ তিনি আরও জানান, গভীর সমুদ্রে জাহাজে ওঠা, তল্লাশি চালানো এবং বাজেয়াপ্ত করার আইনি ক্ষমতা উপকূলরক্ষী বাহিনীকে দেওয়া হয়েছে। তাতে কাজে আরও সুবিধা হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন