রাশিয়ার তেল ক্ষেত্রে লগ্নি ভারতীয় কনসোর্টিয়ামের

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল ক্ষেত্র ভাঙ্কোরের ২৩.৯% অংশীদারি কিনছে তিন ভারতীয় সংস্থার কনসোর্টিয়াম।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ জুন ২০১৬ ০৮:৪১
Share:

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল ক্ষেত্র ভাঙ্কোরের ২৩.৯% অংশীদারি কিনছে তিন ভারতীয় সংস্থার কনসোর্টিয়াম। এ জন্য শুক্রবার সেখানকার তেল সংস্থা রোজনেফ্ট-এর সঙ্গে চুক্তি করেছে ইন্ডিয়ান অয়েল, অয়েল ইন্ডিয়া এবং ভারত পেট্রো-রিসোর্সেস। মোট লগ্নির পরিমাণ ২১০ কোটি ডলার (প্রায় ১৪,০৭০ কোটি টাকা)।

Advertisement

রোজনেফ্টের শাখা ভাঙ্কোরনেফ্টের থেকে ওই অংশীদারি হাতে নেবে সংশ্লিষ্ট কনসোর্টিয়াম। ইন্ডিয়ান অয়েল এবং অয়েল ইন্ডিয়া পাবে সমান ৮% করে অংশীদারি। আর ভারত পেট্রোলিয়ামের শাখাটির হাতে আসবে ৭.৮%। আগামী সেপ্টেম্বরেই এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন মিলবে বলে আশা সংস্থাগুলির।

বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল ব্যবহারকারী দেশ হলেও, এখনও বেশিরভাগটাই (চাহিদার প্রায় ৭৫%) আমদানি করতে হয় ভারতকে। এই অবস্থায় বিদেশে তেল ক্ষেত্রের অংশীদারি কেনার মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়ে আনতে চায় কেন্দ্র। সেই লক্ষ্যেই এই উদ্যোগ। গত ১ জানুয়ারির হিসাবমতো ভাঙ্কোর তেল ক্ষেত্রে প্রায় ৩৬.১ কোটি টন তেল এবং ১৩,৮০০ কোটি ঘন মিটার গ্যাস মজুত রয়েছে। যা অনেকটাই চাহিদা মেটাবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।

Advertisement

এই চুক্তি ছাড়াও, ভাঙ্কোরের আরও ১১% অংশীদারি বিদেশে ওএনজিসি-র শাখা সংস্থা ওএনজিসি বিদেশকে (ওভিএল) বিক্রি করতে রাজি হয়েছে রোজনেফ্ট। তবে সেই চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরেই ওই তেল ক্ষেত্র পরিচালনকারী ভাঙ্কোরনেফ্ট-এর ১৫% অংশীদারি কিনেছে তারা। যার লগ্নির পরিমাণ প্রায় ১২৬.৮ কোটি ডলার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন