Sensex today

‌বাংলা নববর্ষের প্রথম দিনেই দালাল স্ট্রিটে ষাঁড়ের গর্জন, ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি বাড়ল ৪৫০

সকালে সেনসেক্স ১,৫৭৬.৪৫ পয়েন্ট বা ২.১০ শতাংশ বেড়ে ৭৬,৭৩৩.৭১ পয়েন্টে এবং নিফটির সূচক ৪৭০.২০ পয়েন্ট বা ২.০৬ শতাংশ বেড়ে ২৩,২৯৮.৭৫ আশপাশে ঘোরাফেরা করছে। প্রায় ২৫২৯টি শেয়ারের দাম বেড়েছে, ৩৭৪টি শেয়ারের দাম কমেছে এবং ১৪৬টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১০:২১
Share:

—প্রতীকী ছবি।

বাংলা নতুন বছরের শুরুতেই লগ্নিকারীদের কাছে সুখবর বয়ে নিয়ে এল দালাল স্ট্রিট। মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই দাপট দেখাতে শুরু করে দিয়েছে ষাঁড়। দিনের শুরুতেই বিএসই বা সেনসেক্সের সূচকে দেখা গিয়েছে রকেট উত্থান। সকাল সাড়ে ৯টা নাগাদ ১৫০০ পয়েন্টেরও বেশি বেড়ে গিয়েছিল সেনসেক্স সূচক। একই গতি দেখা গিয়েছে নিফটিতেও। সকালে সেনসেক্স ১,৫৭৬ পয়েন্ট বা ২.১ শতাংশ বেড়ে ৭৬,৭৩৩ পয়েন্টে এবং নিফটির সূচক ৪৭০ পয়েন্ট বা ২.০৬ শতাংশ বেড়ে ২৩,২৯৮ পয়েন্টের আশপাশে ঘোরাফেরা করছে। প্রায় ২৫২৯টি শেয়ারের দাম বেড়েছে, ৩৭৪টি শেয়ারের দাম কমেছে।

Advertisement

সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে অটোমোবাইল সেক্টরগুলি। এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে বাজারের গতি। সমস্ত সেক্টরের সূচক সবুজ হতে শুরু করেছে। এর মধ্যে নিফটি অটো প্রায় তিন শতাংশ লাফিয়ে শীর্ষস্থান দখল করে রয়েছে। নিফটি ব্যাঙ্কের সূচক দুই শতাংশ বেড়েছে, অন্ যদিকে তথ্যপ্রযুক্তি, ফার্মা এবং ধাতুর ক্ষেত্রগুলিতেও শেয়ারের মূল্য চাঙ্গা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক থেকে সম্ভাব্য স্বস্তির ইঙ্গিত দেওয়ার পরে গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের শেয়ারগুলিতে শক্তিশালী উত্থান দেখা গিয়েছে। টাটা মোটরস, এমএন্ডএম, ভারত ফোর্জ এবং স্যামিলের শেয়ারের দাম প্রথম সেশনে আট শতাংশ পর্যন্ত বেড়ে যায়। সমস্ত সেক্টরের স্টকগুলি শক্তিশালী হওয়ায় বাজারে ফের স্থিতিশীলতা ফিরতে চলেছে বলে আশা করেছেন বাজার বিশেষজ্ঞেরা। বিশেষজ্ঞদের একাংশের মতে ট্রাম্পের ৯০ দিনের জন্য শুল্ক স্থগিতাদেশ বাজারকে উৎসাহিত করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্কের (আরবিআই) সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬ শতাংশ করার সিদ্ধান্তও।

মাসের শুরুতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-ঘোষণা কাঁপুনি ধরায় বিশ্বে। এর অভিঘাতে অন্যান্য দেশের মতো ধাক্কা খায় ভারতের শেয়ার বাজারও। এপ্রিলের দু’সপ্তাহে মুছে যায় বিএসই-র লগ্নিকারীদের ১১.৩০ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ। আমেরিকা বাড়তি শুল্কের সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত করায় শুক্রবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল সেনসেক্স। ৯ এপ্রিল ওই শুল্ক বসার কথা থাকলেও, তার কিছু আগে আচমকাই তা পিছিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। ১০ এপ্রিল, বৃহস্পতিবার ভারতে মহাবীর জয়ন্তী উপলক্ষে বাজার বন্ধ থাকায় স্বস্তির প্রতিক্রিয়া দেখা যায়নি। শুক্রবার বাজার খুলতেই লাফিয়ে ওঠে সূচক। অম্বেডকর জয়ন্তীর জন্য সোমবার বন্ধ ছিল লেনদেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement