৭৫০ কোটিতে পুনাওয়ালা কিনে নিলেন লিঙ্কন হাউস

জাটিয়া হাউস কেনার এক সপ্তাহ পেরোনোর আগেই কুমারমঙ্গলম বিড়লাকে টেক্কা দিলেন সাইরাস পুনাওয়ালা। পুণের শিল্পপতি পুনাওয়ালা এ বার ৭৫০ কোটি টাকায় কিনে নিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি অঞ্চলের অন্যতম আকর্ষণ, লিঙ্কন হাউস -কে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০২:০৪
Share:

জাটিয়া হাউস কেনার এক সপ্তাহ পেরোনোর আগেই কুমারমঙ্গলম বিড়লাকে টেক্কা দিলেন সাইরাস পুনাওয়ালা। পুণের শিল্পপতি পুনাওয়ালা এ বার ৭৫০ কোটি টাকায় কিনে নিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি অঞ্চলের অন্যতম আকর্ষণ, লিঙ্কন হাউস -কে। ফলে ৪২৫ কোটিতে জাটিয়া হাউস ঝুলিতে পুরে সবচেয়ে দামি বাংলো কেনার যে-নজির গত মঙ্গলবার গড়েছিলেন বিড়লা-কর্তা, সপ্তাহান্তেই তা হেলায় ভাঙলেন সিরাম ইনস্টিটিউটের কোটিপতি চেয়ারম্যান। তাঁর সংস্থাটি সাপের কামড়ের ওষুধ তৈরিতে ভারতে বৃহত্তম।

Advertisement

এক সময়ে ওয়ানকানের হাউস নাম নিয়ে দক্ষিণ মুম্বইয়ের এই রাজকীয় স্থাপত্য ছিল ওয়ানকানের মহারাজার প্রাসাদ। ১৯৫৭ সালে তা লিজ নিয়ে লিঙ্কন হাউস নাম দিয়ে মুম্বইয়ের মার্কিন কনস্যুলেট খোলে আমেরিকা। ২০১১ সালে নতুন ভবনে কনস্যুলেট স্থানান্তরের পর থেকেই তা বিক্রির চেষ্টা শুরু করে মার্কিন প্রশাসন। সংশ্লিষ্ট সূত্রে খবর, বসবাসের জন্যই ২ একর জুড়ে ছড়ানো ৫০ হাজার বর্গফুটের লিঙ্কন হাউস মনে ধরেছে পুনাওয়ালার।

বাংলো কিনে আরব সাগরের তীরের শহরে আগেও শিরোনামে এসেছেন কোটিপতিরা। মালাবার হিলে ৪০০ কোটিতে মাহেশ্বরী হাউস কেনেন সজ্জন জিন্দল। আবার জামশেদ গোদরেজের বোন স্মিতা কৃষ্ণা-ও ৩৭২ কোটি হাঁকেন মেহেরঙ্গির নিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement