কষ্ট বুঝেই দামে রাশ, দাবি তেল সংস্থার

লাফিয়ে বাড়তে থাকা দাম আর তার জেরে ক্রেতাদের মধ্যে দ্রুত ছড়ানো আতঙ্কের কথা মাথায় রেখেই নাকি আপাতত পেট্রল, ডিজেলের দাম বাড়াচ্ছে না আইওসি। মঙ্গলবার এই দাবি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাটির চেয়ারম্যান সঞ্জীব সিংহের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ মে ২০১৮ ০২:৫২
Share:

লাফিয়ে বাড়তে থাকা দাম আর তার জেরে ক্রেতাদের মধ্যে দ্রুত ছড়ানো আতঙ্কের কথা মাথায় রেখেই নাকি আপাতত পেট্রল, ডিজেলের দাম বাড়াচ্ছে না আইওসি। মঙ্গলবার এই দাবি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাটির চেয়ারম্যান সঞ্জীব সিংহের।

Advertisement

একই সঙ্গে, পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সওয়াল, দেশে তেলের দর নির্ধারণে পূর্ণ স্বাধীনতা রয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির। কেন্দ্র একচুলও হস্তক্ষেপ করে না।

বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম এখন সাড়ে তিন বছরে সবচেয়ে বেশি। ৬৭ টাকা ছাড়িয়েছে ডলারের দামও। অথচ ২৪ এপ্রিলের পর থেকে পেট্রল, ডিজেলের দর এক পয়সাও বাড়ায়নি কেন্দ্র। ফলে প্রশ্ন উঠেছে, কর্নাটক ভোটের কথা মাথায় রেখেই কি এই চাল? কারণ, একই ধরনের ছবি দেখা গিয়েছিল গুজরাত ভোটের সময়েও। নির্বাচন মিটতেই দর বেড়েছিল লাফিয়ে। প্রশ্ন উঠেছে, দিল্লি তো বলে তেলের দামে ওঠানামা সংস্থার সিদ্ধান্ত। এতে কেন্দ্রের হাত নেই। তা হলে ভোটের মুখে বারবার দর থমকানো কি নিছকই কাকতালীয়?

Advertisement

এই পরিপ্রেক্ষিতে তাই আইওসি কর্ণধার ও তেলমন্ত্রীর বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে অনেকের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন